শহিদুল ইসলাম :ধনবাড়ী প্রতিনিধি
রুখবো দুর্নীতি, গড়বো দেশ হবে সোনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে টাংগাইলে ধনবাড়ী উপজেলায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২২ অক্টোবর মঙ্গলবার সকাল ১০ টায় ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুলে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতার উন্নয়ন ও উত্তম চর্চা বিকাশের প্রয়াসে দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় টাঙ্গাইল ও দুর্নীতি প্রতিরোধ কমিটি উপজেলা শাখা ধনবাড়ী টাঙ্গাইল যৌথভাবে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে।
উক্ত অনুষ্ঠানে ধনবাড়ী উপজেলার চারটি স্কুল অংশ গ্রহণ করেন। এতে অংশ গ্রহণ করেন, ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুল, যদুনাপুর উচ্চ বিদ্যালয়, পাইস্কা উচ্চ বিদ্যালয়, পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয়।
দুর্নীতি বিরোধী বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রথম স্থান এর জায়গা করে নেন ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুলের শিক্ষার্থীরা। শ্রেষ্ঠ বক্তা ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুলের শিক্ষার্থী আল জুবায়ের সাম্য। অনুষ্ঠানে দ্বিতীয় স্থান অধিকার করে যদুনাপুর উচ্চ বিদ্যালয়।
উক্ত বিতর্ক প্রতিযোগিতায় বিজয় অর্জন করেন, ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুল এবং রানার আপ হোন যদুনাথপুর উচ্চ বিদ্যালয়।
বিতর্কের বিষয় ছিল, "কেবল কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে দুর্নীতি দমন করা সম্ভব"
উক্ত দুর্নীতি বিরোধী বির্তক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি মোঃ শামসুল হক সঞ্চালনায় , মীর মুহাম্মদ আশরাফ হোসেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি,ধনবাড়ী এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ শাজাহান, উপসহকারী পরিচালক দুর্নীতি দমন কমিশন টাংগাইল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূর এ আলম সহকারী পরিচালক, দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, টাঙ্গাইল, মুহাম্মদ বাবুল হাছান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার , ধনবাড়ী , নজরুল ইসলাম একাডেমিক সুপারভাইজার , কলেজিয়েট মডেল স্কুলের প্রধান শিক্ষক মো: মাসুদ কবীর , পাইস্কা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন তালুকদার , ধনবাড়ী প্রেসক্লাব এর সিনিয়র সহসভাপতি সাংবাদিক সৈয়দ সাজন আহমেদ রাজু, সাংবাদিক মোঃ পলাশ ইসলাম, জাকির হোসেন খান সদস্য ধনবাড়ী প্রেসক্লাবসহ অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীসহ নানা শ্রেণিপেশার প্রতিনিধিরা ।
বিচারক মন্ডলির দায়িত্বে ছিলেন, মনিরুল ইসলাম খান অধ্যাপক আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজ, পাপড়ি অধ্যাপক ধনবাড়ী সরকারি কলেজ ।
মুহাম্মদ বাবুল হাছান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন, অর্পিত দায়িত্বে অবহেলা করাও দুর্নীতি। দুর্নীতি রোধে সকলকে সচেতন থাকতে হবে। তিনি স্মার্ট জ্ঞান নির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় বর্তমান নতুন প্রজন্মের শিক্ষার্থীদের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হবার আহ্বান জানান।
তিনি আরো বলেন , বিতর্কের মাধ্যমে যুক্তিনির্ভর, আত্মমর্যাদা ও সম্মানবোধের সৃষ্টি হয়। যুক্তিসঙ্গত কাজে স্বচ্ছতা ও ন্যায়বোধ জাগ্রত হয়। তিনি সকলের সম্মিলিত প্রচেষ্টায় দুর্নীতিমুক্ত সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রতিটি নাগরিক যথাযথ দায়িত্ব পালনে এগিয়ে আসবেন বলে আশা প্রকাশ করেন।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.