শহিদুল ইসলাম: ধনবাড়ী প্রতিনিধি
টাংগাইলে ধনবাড়ী উপজেলায় প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ১১জুলাই সকালে ধনবাড়ী উপজেলা কৃষি অফিস চত্বরে উপস্থিত কৃষকদের মাঝে উফশী আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
ধনবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদফতর ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের আয়োজন করে।
২০২৪-২৫ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ হাজার জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে জনপ্রতি ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলার নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত ফারাহ ফাতিহা তাকমিলা, উপজেলা চেয়ারম্যান, ধনবাড়ী উপজেলার কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সহ সংশ্লিষ্ট দফতরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।