দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন – স্বরাষ্ট্রমন্ত্রী

রিংকু রায় (নেত্রকোণা) মোহনগঞ্জ :

নেত্রকোণার মোহনগঞ্জে বৃহস্পতিবার আদর্শনগর শহীদ স্মৃতি মহাবিদ্যালয় চত্বরে আওয়ামী লীগ আয়োজিত সুধী সমাবেশের আয়োজন করা হয়। সুধী সমাবেশ আয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান এমপি বলেছেন, এদেশের মানুষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হৃদয় দিয়ে ভালোবাসেন। তিনি শুধু আমাদের নেতা নন। তিনি এখন বিশ্বের নন্দিত নেতা। দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচন আয়োজন করবেন। এখানে বিরোধী শক্তি ষড়যন্ত্র করে কিছুই করতে পারবে না। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বলেন, আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই বাঙালি। সবাই মাথা উঁচু করে বাস করবে। বর্তমান সরকারের শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, নারীর ক্ষমতায়ন ইত্যাদি ক্ষেত্রে সরকারের সাফল্যের উন্নয়ন চিত্র তুলে ধরেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মোহনগঞ্জে এসে আমার ধারণাই পাল্টে গেছে। এখানে একের পর এক নতুন নতুন উন্নয়ন সৃষ্টি হচ্ছে। এখানে সুন্দর রিসোর্টের উল্লেখ করে তিনি বলেন, আগামী ৫ বছরের মধ্যে মোহনগঞ্জ হবে স্বর্গীয় জায়গা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাজ্জাদুল হাসান বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে মানুষের কল্যাণে কাজ করে যাবো। মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি লতিফুর রহমান রতনের সভাপতিত্বে ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ শহীদ ইকবালের সঞ্চালনায় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান লিটনসহ মোহনগঞ্জ, মদন ও খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি আদর্শনগর পুলিশ তদন্ত কেন্দ্র ও শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের দৃষ্টিনন্দন শহীদ মিনার উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *