মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো :
রাজশাহীর দুর্গাপুরে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলা আওয়ামী লীগের তৃনমুলের নেতৃবৃন্দের আয়োজনে হোজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ করা হয়।এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মোহাঃ আসাদুজ্জামান আসাদ।
বঙ্গবন্ধুর স্মৃতিচারণের মধ্য দিয়ে তিনি বলেন,মুক্তিযুদ্ধে বিজয়ের পেছনে বঙ্গবন্ধুর দেশের দল মত নির্বিশেষে সবাইকে একতাভুক্ত করতে পারার আসধারণ ক্ষমতার কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন,বঙ্গবন্ধু সারাজীবন দেশের জন্য দিয়ে গেছেন। সেই বঙ্গবন্ধুকে সপরিবারে জীবন দিতে হলো। এর চেয়ে কলঙ্কময় অধ্যায় আর কিছু নেই।
এতে সভাপতিত্ব করেন,ভালুকগাছি ইউপি চেয়ারম্যান মো: জিল্লুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আ: মজিদ সরদার,বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, ড. ইঞ্জিনিয়ার মোঃ শরিফুল ইসলাম, রাজশাহী জেলা সৈনিক লীগের সভাপতি মোঃ ওমর ফারুক,রাজশাহী জেলা যুবলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো: সেলিম শেখ প্রমুখ।
রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহাগ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানটি সার্বিক তত্বাবধানে ছিলেন,আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ মৃধা।