
আবুবকর সম্পদ, জবি প্রতিনিধিঃ দুই শতাধিক রোজাদার মুসল্লিদের মাঝে ইফতার বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়স্থ মৌলভীবাজার জেলা ছাত্রকল্যাণ পরিষদ।
বুধবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে এ ইফতার বিতরণ করা হয়েছে।
মৌলভীবাজার জেলা থেকে আগত জবিস্থ এ শিক্ষার্থীদের সংগঠন প্রতিবছর ইফতার মাহফিলের আয়োজন করলেও এবছর তারা ব্যতিক্রম পরিকল্পণা করেছে। ইফতার মহফিলের বরাদ্দের একটা বড় অংশ তারা সাধারণ রোজাদারদের মাঝে বিতরণ করে নিজেরা ঘরোয়াভাবে ইফতারের সিদ্ধান্ত নেয়।
মৌলভীবাজার জেলা ছাত্রকল্যাণের সভাপতি মাজহারুল ইসলাম তানবীর বলেন, “রোজাদার কে ইফতার করানোর মধ্যে আলাদা একটি আনন্দ আছে আর এই আনন্দের অংশীদার হতেই আমাদের এই আয়োজন। আজকের এই আয়োজনে উপস্থিত সবাইকে মৌলভীবাজার জেলা ছাত্রকল্যাণ পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে ধন্যবাদ।”
মৌলভীবাজার জেলা ছাত্রকল্যাণের সাধারণ সম্পাদক অনুপম মল্লিক আদিত্য বলেন, “প্রতিবছর রমজান মাসে আমরা ইফতার মাহফিলের আয়োজন করি। কিন্তু এবছর আমরা সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণের জন্য চিন্তাভাবনা করেছিলাম। তারই পরিপ্রেক্ষিতে আজ আমরা সফলভাবে দুই শতাধিক রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেছি।”