দীর্ঘ ৩৫ বছর মসজিদে খতিব এর দায়িত্ব পালন শেষে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন মাওলানা মোঃ নজরুল ইসলাম প্রধান।
স্টাফ রিপোর্টার :মারুফ হোসেন
ছাত্র জীবন ১৯৮৯ সার থেকে শুরু করে দীর্ঘ ৩৫ বছর একটানা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের বেড়ামালঞ্চা ঐতিহ্যবাহী ১২টি পাড়া পাঁচটি গ্রাম নিয়ে গঠিত বেড়ামালঞ্চা জামে মসজিদের খতিব হিসাবে নিয়োজিত থাকার পর আজ ১৬ই ফেব্রুয়ারি শুক্রবার নিজেই স্বেচ্ছায় দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন।
ঐতিহ্যবাহী ভাগদরিয়া গ্রামের প্রধান বংশের কৃতি সন্তান মরহুম নুরুল হোসেন প্রধানের জ্যৈষ্ঠ পুত্র গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় হেড মাওলানা মোঃ নজরুল ইসলাম প্রধান আলম
আনুষ্ঠানিক ভাবে আজ তাকে বিদায় জানালেন বেড়ামালঞ্চা, জামে মসজিদ কমিটি ও মহল্লাবাসী।
সময় উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাফিউল ইসলাম মানিক,তালুককানুপুর ইউপি চেয়ারম্যান মাসুদ আলম মন্ডল মাসুদ,বিশিষ্ট সমাজসেবক ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা আশরাফুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নগদ অর্থ ও উপহার সামগ্রী দিয়ে বিদায় জানান তারা। বিদায় বেলায় বেদনায় অশ্রুসিক্ত কান্নায় বিদায় জানালেন বেড়ামালঞ্চা জামে মসজিদের ১২টি মহল্লারবাসী।।
প্রত্যেক্ষ সূত্রে জানা যায় অত্র মসজিদটি ৫ টি গ্রাম নিয়ে একটি সমাজ গঠিত। মসজিদ টি প্রতিষ্ঠা কাল থেকে ঈমামমতী করে আসছেন তিনি,, তার ঐকান্তিক প্রচেষ্টায় ও মহল্লাবাসীর সহযোগিতায় প্রায় ৭.৫ বিঘা জমির উপর একটি কবরস্থান, ১.৫০ বিঘা জমিতে একটি ঈদগাহ মাঠ, একটি হাফেজিয়া মাদ্রাসা এবং প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে পূর্ণ প্রতিষ্ঠা করা হয় বেড়ামালঞ্চা জামে মসজিদটি।
খতিব সাহেবকে আনুষ্ঠানিকভাবে বিদায় দিতে জুম্মার নামাজ শেষে প্রায় ৫০ টি বাইক নিয়ে মসজিদ থেকে মোটরসাইকেল শোভাযাত্র সহকারে খতিব সাহেবের বাড়ি ফুলবাড়ী ইউনিয়নের ভাগদড়িয়া গ্রামে পর্যন্ত পৌছায়ে দিতে আসেন অত্র মসজিদ কমিটির সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ ও সদস্যবৃন্দ সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ সুধীজন।
তাদের প্রতিক্রিয়ায় মসজিদের সভাপতি জানান ইমাম সাহেবের অবদানের কথা অত্র ভেড়ামালঞ্চ এলাকাবাসী সারা জীবন স্মরণ করবে।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.