বিপুল রায়- কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের বাজার সংলগ্ন কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে দিনে মনোরম পরিবেশে পাঠদান হলেও রাতে পরিনত হয় ফ্রী ফায়ার গেমে আসক্ত ব্যক্তিদের ও মাদকসেবীদের আতুড়ঘর।সন্ধা হলেই মাদকসেবীরা ভির জমান স্কুলের বারান্দায় স্কুল ভবনের আনাচে কানাচে সেবন করেন মদ গাঁজা।
স্কুল কতৃপক্ষ জানান স্কুল ছুটির পরপরেই লাইন দিয়ে বসে পড়েন ফ্রী ফায়ারে আসক্ত ছেলেরা এবং সন্ধায় মাদকের আসর বসান মাদকসেবীরা এতে স্কুলের সুনাম নষ্ট হচ্ছে ।
এখনে যদি মাদক ও ফ্রী ফায়ার গেম থেকে তাদের ফিরিয়ে আনা না যায় তাহলে ভবিষ্যৎ অন্ধকার হবে বলে আশঙ্কা করছেন এলাকার সচেতন মহল।
এব্যাপারে নাগেশ্বরী থানার ওসি আশিকুর রহমান জানান আমাকে কেউ জানায়নি তবে ওরকম থাকলে আমরা ব্যবস্থা নিবো মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স কোনো মাদককারবারীকে ছাড় নয়
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.