হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।
খুলনার দাকোপ উপজেলার বানীশান্তা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে অবস্থিত ঢাংমারী গ্রামের। সুন্দরবনের কোল ঘেঁষে ঢাংমারী গ্রামের অবস্থান, গ্রামটি সুন্দরবনের কাছাকাছি হওয়ায় সেখানকার মানুষের জীবিকা নির্ভর করে সুন্দরবনের ভিতরের ছোট ছোট খালের মাছ, বনের গোলপাতা, মধু সংগ্রহ করে বাজারে বিক্রয়ের মাধ্যমে। তাই বিভিন্ন সময় সেসব সুন্দরবন নির্ভর মানুষের জীবন বিপন্ন হয় বনে বসবাসরত রয়েল বেঙ্গল টাইগার এবং খালের মধ্যে থাকা কুমিরের আক্রমণে। বিগত বছর গুলোর তুলনায় ২০২৪ সালে সুন্দরবনে খাল গুলোয় কুমিরের সংখ্যা বৃদ্ধির ফলে অনেক মৌয়াল ও জেলেরা কুমিরের আক্রমণে প্রাণ হারিয়েছে এবং অনেক মানুষ কুমিরের আক্রমণ থেকে প্রাণে বেঁচে গিয়ে পঙ্গুত্ব বরণ করেছে।
গত ২৪ (সেপ্টেম্বর) মঙ্গলবার সুন্দরবনে মধু সংগ্রহ করতে যাওয়ার সময় খালে অবস্থানরত কুমিরের আক্রমণের শিকার হয় ঢাংমারী গ্রামের শচীন সরকারের ছেলে জয় সরকার(২২),
কুমিরের আক্রমণ থেকে ভাগ্যক্রমে তিনি রক্ষা পেলেও তার দুই পায়ে মারাত্মক জখম হয়েছে। যার কারনে তার ২ পায়েই অস্রোপচার করতে হয়েছে। আহত জয় সরকারের বড় বোন পুজা সরকার সাংবাদিকদের বলেন, আমার বাবা বয়োজ্যেষ্ঠ ব্যাক্তি তার সংসারে আয় করার ক্ষমতা নেই। আমার পরিবারের একমাত্র রোজগার করার ব্যক্তি আমার ছোট ভাই জয় সরকার ,কিন্তু সে এখন কুমিরের আক্রমণে মারাত্মক ভাবে আহত, ইশ্বরকে অনেক ধন্যবাদ জানাই আমার ভাই কে প্রাণে ফিরিয়ে দিয়েছে। কিন্তু কুমিরের আক্রমণে ওর দুই পায়ে অনেক ক্ষতি হয়েছে যার কারনে জয় এখনো উঠে দাঁড়াতে পারছে না। অর্থের অভাবে ওকে এখন সঠিক চিকিৎসা করাতে পারছিনা। গ্রাম্য ডাক্তার দিয়ে বাড়িতে প্রাথমিক চিকিৎসা করাতে হচ্ছে। তাই আমি সমাজের বিত্ত্যবানদের কাছে আমার ভাইকে সুচিকিৎসা করানোর জন্য আর্থিক সহযোগিতার দাবি জানাই। তাকে সহোযোগিতা করতে নিচের দেওয়া আহত জয়ের বোন রুপা সরকারের মোবাইল নম্বরে টাকা পাঠানো যাবে ০১৯৯৫-৭৮৪৯০৮ এই নম্বরে।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.