দশমিনা উপজেলা প্রতিনিধি
এইচ এম আবু তাহের খান
দশমিনা এর অন্তর্গত আলিপুরা ইউনিয়ন এর বড় বাজার পশ্চিম আলিপুরা সুলিজ বাজার।
এই বাজারে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন মোহাম্মদ ইব্রাহিম খন্দকার (৪৫) তার দীর্ঘদিনের ব্যবসা বিস্কুট কারখানা সেখান থেকে তিনি গাছের ব্যবসাও করেন বটে তবে, কয়েক মাস আগে চলমান একটি মুদি দোকান তার নিজের নামে ক্রয় করে, বিভিন্ন কারণে তিনি দোকানে সময় দিতে না পারলেও তার বড় ছেলে মু. ইমরান হোসেন (২৭) দোকানের ব্যবসা চালিয়ে যাচ্ছিল।
বাসা পাশে থাকায় দোকানে রাত্রি যাপন করা হয় না, বিধায় পিছনের দরজা দিয়ে.. ০৪/০৯/২৪ রাতে দোকানটি চুরি হয়।
প্রায় ৭থেকে ৮ লক্ষ টাকার মালামাল দোকানে থাকায় রাতের আঁধারে পিছনের দরজা ভেঙ্গে চোর ভিতরে ঢুকে এবং ক্যাশের তালা পুরান দা এর মাথা দিয়ে ভেঙে এবং চোরের কাছে থাকা চাবি দিয়েও বারবার চেষ্টা করে না খুলতে পারায় পুরান দায়ের মাথা দিয়ে ক্যাশের তালা ভেঙে ক্যাশ থেকে নগদ অর্থ ৮ হাজার টাকা নিয়ে যায়।
স্থানীয় সূত্রে কিছু মানুষের গুঞ্জন শোনা যায় কিছু নেশাখোর এবং জুয়াখোর এর মাধ্যমে এই কাজ হতে পারে, দোকানের মালিক মোঃ ইব্রাহিম খন্দকার (৪৫) এর কথা অনুযায়ী প্রায় সাত থেকে আট হাজার নগদ টাকা ক্যাশ এ ছিল পয়সা সহ এবং দোকানের মালামাল সিগারেট এবং দামি দামি কিছু মালামাল চুরি হয়ে যায়। এতে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকার মালামাল চুরি হয়। দোকানের মালিক মোঃ ইব্রাহিম খন্দকার ( ৪৫) তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চেয়ে প্রশাসনের সহযোগিতা চাচ্ছেন।