বিপুল রায়- কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী দক্ষিণ ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমানের বিরুদ্ধে বিদ্যালয়ের কমিটি গঠন,টাকা আত্মসাৎ সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ সুত্রে জানাগেছে প্রধান শিক্ষক হাফিজুর রহমান নিয়ম নীতির তোয়াক্কা না করে নিজের খেয়াল খুশিমতো বিদ্যালয় পরিচালনা করেন।
অভিভাবকদের মূল্যয়ন না করা, ¯িøপের টাকা মেইন টেইন না করা সহ নানা অনিয়ম করে বিদ্যালয় পরিচালনা করছেন। অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রায় এক লক্ষ টাকা আত্মসাতের দাবি করেন। এছাড়াও বিদ্যালয়ের অভিভাবকদেরকে অভগত না করেই রাতের আধারে ঘরে বসে কমিটি নির্বাচন করার অভিযোগ করেন বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ। একাধিক অভিভাবকদের স্বাক্ষরিত একটি অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের বরাবর দাখিল করেন।
এ ব্যাপারে প্রধান শিক্ষক হাফিজুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, কমিটি গঠন হয়ে গেছে। শিক্ষা অফিসার বিষয়টি দেখেছে। সহকারী শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ পেয়েছি, অভিযোগ তদন্তাধীন আছে। উপজেলা শিক্ষা অফিসার বলেন, বিষয়টি জেনেছি, কমিটি গঠনের দায়িত্ব সহকারী শিক্ষা অফিসারের, আমি যতদুর জানি এখনো পুর্নাঙ্গ কমিটি গঠন হয় নি। তদন্ত সাপেক্ষে নতুন করে কমিটি গঠন করার দাবি জানায় অভিভাবকবৃন্দ।