এ,এল,কে খান জিবু
লালমনিরহাট প্রতিনিধি:
তিস্তা নদীতে ভেসে আসা ভারতের সিকিম রাজ্যের সাবেক শিক্ষামন্ত্রী রামচন্দ্র পৌডিয়ালের লাশ ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের পুলিশ অভিবাসন চৌকি (আইসিপি) দিয়ে আনুষ্ঠানিকভাবে ভারতীয় কর্তৃপক্ষের কাছে লাশটি হস্তান্তর করে আদিতমারী থানা-পুলিশ।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন-নবী বলেন, গত সোমবার উপজেলার মহিষখোচা ইউনিয়নের গোবর্ধন গ্রামের তিস্তা নদীর চর থেকে অজ্ঞাতনামা একটি লাশ উদ্ধার করা হয়। নদীতে পানি কমে যাওয়ার কারণে লাশটি বালুতে আটকে ছিল। লাশটি ছিল অর্ধগলিত। তাই স্থানীয় লোকজন লাশটি শনাক্ত করতে পারেননি। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করে, ভারত কিংবা সিকিমে ভারী বর্ষণ ও তিস্তার প্রচণ্ড ঢলের পানির সঙ্গে লাশটি ভেসে এসেছে। পরে পুলিশের পক্ষ থেকে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হওয়া যায়, লাশটি রামচন্দ্র পৌডিয়ালের। তিনি সিকিম রাজ্যের সাবেক শিক্ষামন্ত্রী ছিলেন।
গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে রামচন্দ্র পৌডিয়ালের লাশ বুড়িমারী স্থলবন্দরের পুলিশ অভিবাসন চৌকি দিয়ে ভারতীয় কর্তৃপক্ষের মাধ্যমে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। লাশটি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ভারতের মেখলিগঞ্জ মহকুমারের পুলিশ কর্মকর্তা আশিস পি সুব্বা, মেখলিগঞ্জ থানার ওসি মিঠুন বিশ্বাস, নিহত রামচন্দ্র পৌডিয়ালের স্বজন নীল শেখ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। বাংলাদেশের পক্ষে সেখানে উপস্থিত ছিলেন আদিতমারী থানার ওসি মাহামুদ-উন-নবী, পাটগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) কাওসার, বুড়িমারী স্থলবন্দর বিজিবি চেকপোস্টের কমান্ডার হাফিজুর রহমান।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.