পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো:
রাজশাহী মহানগরীর তালাইমারী মোড় থেকে কাটাখালী বাজার পর্যন্ত ছয়লেন সড়কের কার্পেটিং কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
শনিবার বিনোদপুর বাজার এলাকায় সড়কের কার্পেটিং কাজ পরিদর্শন করেন রাসিক মেয়র।
এ সময় সিটি কর্পোরেশনের প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় চার দশমিক ১০ কিলোমিটার সড়কটি নির্মাণে ব্যয় হচ্ছে ৯৩ কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকা। সড়কের মাঝে থাকবে দুই মিটারের ডিভাইডার। ডিভাইডারের দুই পাশে ১০ দশমিক পাঁচ মিটারের সড়ক থাকবে। সড়কের উভয়পাশে তিন মিটার অযান্ত্রিক যানবাহন চলাচলের লেন ও উভয় পাশে তিন মিটার ফুটপাত ও ড্রেন নির্মাণ করা হয়েছে। সড়কটির সৌন্দর্যবর্ধনে ডিভাইডার ও সড়কের উভয় পাশে বৃক্ষরোপণ করা হবে। সড়কটি দৃষ্টিনন্দন সড়কবাতিতে আলোকায়ন করা হবে।’
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.