তারাবাড়িয়া গ্রামে যুবকদের উদ্যোগে নৌকা প্রতিযোগিতা।

আশিকুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি :

বেলকুচি উপজেলা বড়ধুল ইউনিয়ন তারাবাড়িয়া গ্রামে যুবকদের উদ্যোগে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
নদীমাতৃক বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, আনন্দ আয়োজন, উৎসব ও খেলাধুলা সবকিছুতেই নদী ও নৌকার সরব আনাগোনা। বন্যার পানি নদী বা বিলে ঢোকার পর চারদিক যখন থইথই, তখন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বাইচে নৌকার বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ আর মাঝি-মাল্লাদের নাচ-গানে মুখরিত হয়ে ওঠে চারপাশ।

বেলকুচি উপজেলা বড়ধুল ইউনিয়নের তারাবাড়িয়া গ্রামে ১২ জুলাই বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হয়েছে নৌকাবাইচ প্রতিযোগিতা। এতে অংশ নেয় বিভিন্ন এলাকার ১৬টি নৌকা।

আয়োজক কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ শান্তাহার আলী প্রামানিক জানান, গ্রামীণ ঐতিহ্য টিকিয়ে রাখতে এবং মানুষকে আনন্দ দিতেই প্রতিবছরের মতো এবারও নৌকাবাইচের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন: জনাব মোঃ আব্দুল মোন্নাফ প্রামাণিক ও জাফর সরকার ( প্রবাসি )
এ সময় আরো উপস্থিত ছিলেন এলাকার ময়মুরুব্বি ও গ্রামেবাসী
গ্রাম-বাংলার সংস্কৃতি ধরে রাখতে প্রতিবছর এখানে নৌকাবাইচের আয়োজন হবে বলেও জানান তিনি।

ঐতিহ্য ও সংস্কৃতির সংস্করণ এই নৌকাবাইচ। নৌকাবাইচ প্রতিযোগিতা দেখে খুবই মুগ্ধ হয়েছি। বহু মানুষ নৌকাবাইচ দেখতে এসেছেন। সঠিক পৃষ্ঠপোষকতা পেলে ঐতিহ্যবাহী এই নৌকাবাইচ আরও আকর্ষণীয় হয়ে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *