ঢাকা প্রিমিয়ার লীগে মেইন ফিজিওর ভূমিকায় যবিপ্রবির শিক্ষার্থীরা

আল আমিন, যবিপ্রবি প্রতিনিধিঃ
ঢাকা প্রিমিয়ার লিগে খেলোয়াড়দের যেকোনো ইনজুরিতে খেলার মাঠে প্রাকটিসে ও ড্রেসিং রুমে ফিজিওর সাথে প্রাক্টিক্যালি চিকিৎসা সেবা দেওয়ার সুযোগ পেয়েছে যবিপ্রবির ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিটেশন বিভাগ।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু হয় ১১ই মার্চ ২০২৪, যা ডিপিএল নামে পরিচিত। যেখানে বারোটি দল অংশগ্রহণ করে থাকেন। স্পোর্টস ফিজিওথেরাপি হল ফিজিওথেরাপি পেশার বিশেষ একটি শাখা, যেখানে খেলোয়াড়দের বিভিন্ন ক্রিয়াকলাপের সাথে ইনজুরি ও বিভিন্ন কন্ডিশন এর নিরাময় ও উন্নতির জন্য চিকিৎসা করা হয়ে থাকে।

বর্তমানে ক্রিকেট একটি অত্যন্ত জনপ্রিয় খেলা। শুধু ক্রিকেটে নয় বরং ফুটবল বল, বাস্কেট বল,এইসব খেলাও বেশ জনপ্রিয়।খেলতে গেলে খেলোয়াড়রা চোট আঘাত পায় প্রতিনিয়ত।খেলোয়ারদের ফিট রাখা প্রয়োজন, না হলে তারা খেলায় অংশগ্রহণ করতে পারবে না। এছাড়াও খেলতে গিয়ে বিভিন্ন ধরনের ইনজুরি হতে পারে। এসকল ইনজুরি থেকে সেরে উঠতে একজন ফিজিওর প্রয়োজন অত্যাবশ্যক। একজন খেলোয়াড়কে ইনজুরির পর আবার মাঠে ফিরিয়ে নিয়ে আসে একজন ফিজিও। একজন খেলোয়াড়ের ফিট থাকা ও ইনজুরি থেকে সেরে উঠার জন্য ফিজিওথেরাপির বিকল্প নেই।

পারটেক্স স্পোর্টিং ক্লাবের মেইন ফিজিওথেরাপিস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগের মাস্টার অফ ফিজিওথেরাপি ইন স্পোর্টস মেডিসিন কোর্সে অধ্যায়নরত ডা. মামুন মাহমুদ। এছাড়াও চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের কোর্স কারিকুলামে অন্তর্ভুক্ত স্পোর্টস ইন ফিজিওথেরাপি প্লেসমেন্টটি তারা ঢাকা প্রিমিয়ার লিগের বিভিন্ন ক্লাবের সাথে সাপোর্টটিভ ফিজিও হিসেবে কাজ করে সম্পূর্ণ করেছেন।

ফিজিওথেরাপিস্ট ডা. মামুন মাহমুদ এর কাছে খেলোয়াড়দের ফিজিওথেরাপির গুরুত্ব জানতে চাইলে তিনি আমাদের জানান স্পোর্টস ফিটনেস, নিউট্রিশন, ইনজুরি প্রিভেনশন, ম্যানেজমেন্ট এবং রিহ্যাবিলিটেশন এই সবগুলো সেক্টরে আমরা স্পোর্টস ফিজিওরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকি। আমি আমার টিমের প্লেয়ারদের যে বিষয়টি থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকি সেটি হচ্ছে ফিটনেস মেইন্টেন করা, ডায়েট মেনু ঠিক করে দেওয়া যাতে করে ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স না হয় এবং স্পোর্টস ইনজুরি প্রিভেনশন। কারণ প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আমার টিমের কোন খেলোয়াড় ইনজুরিতে আক্রান্ত হলে তাকে তৎক্ষণাৎ চিকিৎসা দিয়ে খেলার জন্য প্রস্তুত করি। আর যদি কোন খেলোয়াড় কনকাশন, স্প্রেইন, স্ট্রেইন ইনজুরিতে আক্রান্ত হয় তাকে ম্যানেজমেন্ট এবং রিহ্যাবিলিটেশন প্রোগ্রামের মাধ্যমে পরিপূর্ণ সুস্থ করে তাকে খেলার জন্য প্রস্তুত করি।

শিক্ষার্থীদের কাছে তাদের অভিজ্ঞতা জানতে চাইলে চতুর্থ বর্ষের শিক্ষার্থী শরিফুল ইসলাম বলেন, চলমান ঢাকা প্রিমিয়ার লিগ এ মূল স্পোর্টস ফিজিওর সাথে সাহায্যকারী ফিজিও হিসাবে সাথে থেকে সেখানে আমরা খেলোয়াড়দের যেকোনো ইনজুরিতে খেলার মাঠে ও প্রাকটিসে ফিজিওর সাথে প্রাক্টিক্যালি চিকিৎসা সেবা দেওয়ার সুযোগ পেয়েছি।আমাদের এই সহযোগিতা পেয়ে প্রত্যেকটি দলই খুবই স্যাটিস্ফাইড আমরাও খুব আশাবাদী যে আমরা একটি ইমার্জেন্সি ডিমান্ড তৈরি করতে পেরেছি এবং ইনশাল্লাহ আমাদের জন্য ভালো কিছু অপেক্ষামান।

এদিকে সহপাঠীদের এমন সুযোগে উচ্ছ্বাসের বাঁধ ভেঙ্গে গেছে যবিপ্রবির ফিজিওথেরাপি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে। তারা বলছেন যবিপ্রবি ফিজিওথেরাপি বিভাগ একদিন দেশের ফিজিওথেরাপি চিকিৎসাকে নিয়ন্ত্রণ করবে এবং আন্তর্জাতিক পরিমন্ডলে যবিপ্রবির ভাবমূর্তিকে আরও বৃদ্ধি করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *