শহিদুল ইসলাম : ধনবাড়ী প্রতিনিধি
গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে পেশাগত দায়িত্ব পালনকালে কর্তব্যরত সাংবাদিকদের উপর হামলার
প্রতিবাদে এবং ২৭ জন সাংবাদিক আহত হওয়ার ঘটনায় দায়ীদের অনতিবিলম্বে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে
টাঙ্গাইলের ধনবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ধনবাড়ী উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মঙ্গলবান বেলা ১১ টায় ধনবাড়ী বাসষ্ট্যান্ডে
এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক নেতৃবৃন্দ বিএনপির সমাবেশস্থলে সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে আহত সাংবাদিকদের চিকিৎসার সুব্যবস্থা ও ক্ষতিপূরনসহ অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
ধনবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি জীবন মাহমুদ শক্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিলনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ধনবাড়ী উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন সাংবাদিক শহিদুল ইসলাম ও মোশারফ হোসেন সরকার প্রমুখ।
সাংবাদিক নেতৃবৃন্দ মানববন্ধন থেকে রাজনৈতিক সমাবেশে পেশাগত দায়িত্ব পালনকালে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। একইসাথে যারা এধরনের ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটিয়েছে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.