ঢল কলমি গাছ....
************************
রিপোর্টার-মোঃ মনিরুল ইসলাম
এক সময় আগানে বাগানে মাঠে-ঘাটে যেখানে সেখানে দেখা যেতো এমনকি গ্রামের বাড়িতে বেড়া হিসাবেও ব্যবহার করা হতো এই গাছটি।তবে এই গাছটি তেমন কোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না বলেই কালের পরিবর্তনে গাছটি প্রায় হারাতে বসেছে।
এই গাছটিকে বিভিন্ন জেলায় বিভিন্ন নামে ডাকা হয়। তবে খুলনা বিভাগে ঢল কলমি গাছ নামে পরিচিতি লাভ করে পূর্বপুরুষ থেকে।
এই ঢল কলমি গাছ যতটা সৌন্দর্য দেখায় তার থেকে বেশি সুন্দরী দেখায় তার ফুল। প্রকৃতির সাথে দারুন এক মানানসই গাছ হিসাবে বিবেচিত হয়। এই গাছটি যেকোন আবহাওয়া এবং যে কোন পরিস্থিতে বেঁচে থাকতে সক্ষম।
ঢল কলমি গাছটি নদী ভাঙ্গন,বাড়ি ভাঙ্গন এমনকি খড়ি হিসেবে ব্যবহার করা হতো এক সময়ে।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.