ডেঙ্গু প্রতিরোধ অভিযান ও এডিস মশা নিধন কার্যক্রম উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঝিনাইদহ জেলা প্রতিনিধি মোঃ অমিদ হাসান

র‌্যালী ও আলোচনা সভা প্রধান,অতিথি,এস,এম, রফিকুল ইসলাম জেলা প্রশাসক ঝিনাইদহ তিনি বলছেন, খুব ভয় পাচ্ছি যে কখন আমি আবার জ্বরে আক্রান্ত হবো। বাচ্চাকাচ্চা নিয়ে খুব ভয়ে আছি। মশার ওষুধ স্প্রে করছি, কয়েল জ্বালাই। তাতেও মশা মানে না। মনে হয় যে দিনে রাতে সবসময়ই মশারি ব্যবহার করি এই শ্লোগানকে সামনে রেখে, স্কাউট ও রোভার স্কাউটরা এডাল্ট লিডারদের তত্ত্বাবধানে সব বাড়িতে গিয়ে ডেঙ্গু বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরন। বাড়ির বিভিন্ন জায়গায় এডিশ মশার লার্ভা শনাক্তের পাশাপাশি তা ধ্বংস করাসহ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে স্কাঊটরা সর্বাত্মক সহযোগিতা করবে।সে জন্যে, ঘরবাড়ি ও এর চারপাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ক্যান, টিনের কৌটা, মাটির পাত্র, বোতল, নারকেলের মালা, ফুলের টব, বাথরুম, ফ্রিজ ও এসির নিচে জমানো পানি নিয়মিত পরিষ্কার করতে হবে, বর্ষা যত দীর্ঘ হচ্ছে মশার প্রজনন-কালীন সময় ব্যাপক দীর্ঘ হচ্ছে। তারা আরও বেশী প্রজনন সক্ষম হয়ে উঠছে।শুনেছি যে মশায় কামড় দিলে নাকি ডেঙ্গু হয়। এই বছর ডেঙ্গু অনেক ছড়াইছে কারণ গত বছর কম বেশি কিছু হইলেও ওষুধ দিছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *