মোঃ আব্দুর রাজ্জাক,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ঃ
ঠাকুরগাঁও-২ আসনের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রচেষ্টা ও অনুদানে, স্হানীয় সাংসদ আলহাজ্ব মোঃদবিরুল ইসলাম ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির সহযোগিতায়, ঠাকুরগাঁও জেলা আওয়ামিলীগ এর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো: মাজহারুল ইসলাম সুজন এর নেতৃত্বে ব্যাপক উন্নয়ন হয়েছে এবং এখনো উন্নয়ন চলমান রয়েছে।
ঠাকুরগাঁও-২ আসন যথা বালিয়াডাঙ্গী ও হরিপুর এবং রানীশংকৈইল উপজেলার আংশিক প্রতিনিয়তই চলছে যেসব উন্নয়ন ঃ# রাস্তা-ঘাট নির্মাণ ও মেরামত# মসজিদ মাদ্রাসা ভবন নির্মাণ ও মেরামত এবং আসনের বিভিন্ন ঈদ গাহ নির্মাণ ও মাঠে মাটি ভরাট# স্কুল - কলেজ ভবন নির্মাণ ও মেরামত# পূজা মন্ডব নির্মাণ ও মেরামত# উপজেলা পরিষদের নতুন নতুন ভবন নির্মাণ ও মেরামত# শতভাগ বিদ্যুতায়ন ঠাকুরগাঁও-২ আসন# কোভিট ১৯ গরিব ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও অর্থিক সহযোগিতা# শীতার্ত গরিব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ# গরিব দুস্থ পরিবারের মেয়ে বিয়ের আর্থিক সহযোগিতা প্রদান
# গরিব ও অসহায় পরিবারের মাঝে চিকিৎসায় অর্থিক সহযোগিতা# গরিব দুস্থ মেয়েদের সেলাই মেশিন বিতরণ সহ বিভিন্ন প্রশিক্ষণের সহযোগিতা প্রদান# ধান,গম,পাট বীজ ও সার বিতরণ# বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা বিতরণ# শিশু ও মাতৃত্ব ভাতা বিতরন# সার্বক্ষণিক সুখে দুখে তৃনমুল নেতা কর্মীর পাসে থাকা# গৃহহীনদের শতভাগ পুনর্বাসন করণ।# গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে লেপটাব ও ট্যাবলেট বিতরণ সহ বিভিন্ন উপায়ে নানা রকম উন্নয়নের প্রকল্প চলমান রয়েছে ঠাকুরগাঁও-২ আসনে।
সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা কর্মীর সাথে কথা বলে জানা যায়- আমাদের আসনে বৃপক উন্নয়ন হয়েছে। এক যুবলীগ নেতা বলেন আমার বউ এর চিকিৎসার জন্যে মাজহারুল ইসলাম সুজন এর কাছে গেলে তিনি আমাকে ৫০ হাজার টাকা সহোযোগিতায় করেছেন,আওয়ামী সেচ্ছসেবকলীগ নেতা ভাসানী জানান তার সংগঠনের সকল প্রকার সহযোগিতা অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন চালায়,আওয়ামী তাতীলীগের নেতা সাদেকুল ইসলাম জানান আমাদের সংগঠনের সকল প্রকার কার্যক্রমে অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজনের অবদান ভুলার মত নয়,আওয়ামী জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বলেন আমাদের শ্রমিকদের সুখে- দুঃখে পাসে থাকেন একমাত্র মাজহারুল ইসলাম সুজন মামা এবং শ্রমিকদের আর্থিক সহযোগিতা প্রদান করেন জেলা আওয়ামিলীগ এর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন,আওয়ামী বাস্তহারা লীগের নেতারা বলেন আমাদের সংগঠনের গরিব দুস্থ ও অসহায় মানুষের জন্যে অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন এর সহযোগিতার দড়জা সবসময় খোলা , হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সংগঠনের নেতারা বলেন আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এম পি সাহেব ও উনার ছেলে ঠাকুরগাঁও জেলা আওয়ামিলীগ এর সাংগঠনিক সম্পাদক অধক্ষ মাজহারুল ইসলাম সুজন আমাদের পাসে সব সময় ছায়ার মত মাথার উপরে থাকেন এমন কি আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠানে উপস্থিত হয়ে সব সময় সহযোগিতা করে আসছেন। মন্দির ও মন্ডব নির্মাণ ও মেরামত করার জন্যে আর্থিক সহযোগিতা প্রদান করেন। হরিপুর তৃনমুল নেতা কর্মীর সাথে কথা বলে জানা যায় আমাদের হরিপুর উপজেলায় ব্যপক উন্নয়ন হয়েছে, হরিপুরের ব্যপক উন্নয়নের কারিগর বর্তমান সাংসদ আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম ও তারই পূত্র জেলা আওয়ামিলীগ এর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন। রানীশংকৈইল উপজেলার কাশিপুর ও ধর্মগড় ইউনিয়ন আওয়ামীলীগ নেতারা বলেন আমাদের এই দুই ইউনিয়ন যে উন্নয়ন হয়েছে গোটা রানীশংকৈইল উপজেলায় সে উন্নয়ন সম্ভব হয়নি, আমাদের এই দুই ইউনিয়ন ঠাকুরগাঁও-২ আসনের অধীনে রয়েছে এবং নৌকার মাঝি সাতবার সাংসদ আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম রয়েছেন বলেই এতো উন্নয়ন হয়েছে। সাতবারের সাংসদ ও সাংসদ পূত্র মাজহারুল ইসলাম সুজনের সহযোগিতায় ব্যবক উন্নয়নের কথা বিভিন্ন নেতা কর্মীর মুখে শোনা যায়।নেতা কর্মী ও সাধারণ মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে ঠাকুরগাঁও-২ আসনের নৌকার মাঝি হিসেবে বর্তমান সাংসদ আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম ও অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন যোগ্য এবং উন্নয়নের আস্তার ভরসার প্রার্থী।
ঠাকুরগাঁও-২ আসনের সর্বস্তরের জনগণ চাই অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন কে নৌকার প্রার্থী করে উক্ত আসন টি জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে উপহার দিয়ে টানা চতুর্থ বারের মত আওয়ামী লীগের অধিনে সরকার গঠন করতে সক্ষম হবে বলে আশা ব্যক্ত করেন।
মাজহারুল ইসলাম সুজন ছাড়া অন্য কেউ মনোনয়ন পেলে এই আসনটি হাতছাড়া হয়ে যাবে ক্ষমতাশীন আওয়ামী লীগের।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.