মোঃফাহিম হোসাইন স্টাফ রিপোটার ঠাকুরগাঁও :
ঠাকুরগাঁওয়ে রাস্তা পার হতে গিয়ে হানিফ কোচের ধাক্কায় সুরাইয়া আক্তার নামের আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার সকালে সদর উপজেলার তেঁতুলতলা চব্বিশ টিউবওয়েল এলাকায় এঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ এ.বি.এম ফিরোজ ওয়াহিদ। নিহত সুরাইয়া আক্তার সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বাসিন্দা বলে যানা যায়।
পুলিশ জানায়, সকালে শিশুটি মাদ্রাসা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেড় হয়। এসময় রাস্তা পারাপারের সময় সামনে থেকে হানিফ কোচ ধাক্কা দিলে মাথা দ্বিখন্ডিত হয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ সেখানে গিয়ে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করেন।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ এ.বি.এম ফিরোজ ওয়াহিদ বলেন,শিশুটির মরদেহ পরিবারের কাছে দেয়া হয়েছে। সেই সাথে সেই হানিফ কোচটিকে আটক করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2025 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.