ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু রেল লাইন অবরোধ সহপাঠীদের

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে মিম আক্তার (১৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় টানা ২ ঘণ্টা ট্রেন থামিয়ে রেলপথ অবরোধ করেছে সহপাঠীরা। বৃহস্পতিবার (১৬ মে) বেলা ১১টার দিকে আদর্শ সদর উপজেলার রসুলপুর স্টেশন সংলগ্ন মাজার গেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই শিক্ষার্থী রসুলপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মিম স্কুলে যাওয়ার জন্য মাজার গেট দিয়ে রেললাইন পার হচ্ছিল। এ সময় ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ও চট্টগ্রামগামী পর্যটন এক্সপ্রেস ক্রস করছিল। সে একপাশের ট্রেন দেখলেও অপরপাশের ট্রেনটি না দেখায় কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
খবর পেয়ে নিহতের সহপাঠী রসুলপুর উচ্চ বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী রসুলপুর স্টেশনে এসে রেলপথ অবরোধ করে। এতে রসুলপুর স্টেশনে আটকা পড়েছে ঢাকাগামী মহানগর প্রভাতী ট্রেন। এতে দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার সাধারণ যাত্রী।এ বিষয়ে কুমিল্লা রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তফা কামাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অবরোধকারীদের সঙ্গে কথা বলে তাদের বিদ্যালয়ে পাঠানো হয়েছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *