আবুবকর সম্পদ,জবি প্রতিনিধিঃ
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ১১ আগস্ট সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আওয়ামীপন্থী উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম পিএইডি সহ প্রশাসনের অধিকাংশ কর্মকর্তা।এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুপস্থিতিতে দীর্ঘ একমাস ধরে বিশ্ববিদ্যালয় পরিচালনা সংক্রান্ত যাবতীয় গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন এবং প্রশাসন নিয়ন্ত্রণ করেন বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক ট্রেজারার অধ্যাপক ড. হুমায়ুন কবির চৌধুরী।
গত ১৯ সেপ্টেম্বর সমাজকর্ম বিভাগের অধ্যাপক (অবসরপ্রাপ্ত) ড. রেজাউল করিম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার চারদিন পর (২২ সেপ্টেম্বর) ট্রেজারার ড. হুমায়ুন কবির চৌধুরী ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেন।ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক গুরুত্বপূর্ণ এই পদটি শূন্য হয়ে পড়ে।
একজন ট্রেজারার বিশ্ববিদ্যালয়ের অর্থ সংশ্লিষ্ট সকল কাজের অনুমোদন, দেখভাল করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রাখেন। সাধারণ শিক্ষার্থীরা শূন্য এই পদে সৎ, যোগ্য, নিরপেক্ষ এবং শিক্ষার্থী বান্ধব শিক্ষককে প্রত্যাশা করেন। অর্থ ও হিসাব সংশ্লিষ্ট এ পদে নিজ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ফিন্যান্স বিভাগের শিক্ষক ড.মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া তাদের প্রথম পছন্দের তালিকায় রয়েছে।অনেকে মনে করেন তিনি শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করবে, জবাবদিহিতা ও স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি ২য় ক্যাম্পাসের কাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।
এ বিষয়ে একজন শিক্ষার্থী বলেন,"ড.মঞ্জুর মুর্শেদ স্যার সৎ এবং যোগ্য ব্যক্তি।তাকে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার করা হলে বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো সহজেই সমাধান করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।"
অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া ২০০১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগে লেকচারার হিসেবে যোগদানের মধ্যে দিয়ে শিক্ষকতা জীবন শুরু করেন। এরপর তিনি ২০০৭ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্স বিভাগে সহকারী অধ্যাপক হিসাবে যোগ দান করেন এবং ২০১৭ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান। তিনি দুই মেয়াদে বিভাগটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০১৩-২০১৯ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়ার ক্যাথলিক ইউনিভার্সিটি ও অস্ট্রেলিয়ার ওলংগং বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।
এছাড়াও তিনি ইন্টারন্যাশনাল
ইউনিভার্সিটি অব জাপান থেকে ই বিজনেস ম্যানেজমেন্টে মাস্টার্স করেন। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ড থেকে ২০১৭ সালে পিএইচডি এবং ২০১৮ সালে পোস্ট ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকা বোর্ড থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (১৯৯৬ সাল) ও স্নাতকোত্তর (১৯৯৭ সাল) সম্পন্ন করেন।
অধ্যাপক মঞ্জুর মুর্শেদ ভূঁইয়ার বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা জার্নালে প্রকাশিত ৩০ টি প্রবন্ধ রয়েছে। এছাড়াও তিনি 'Sustainable Banking and Sustainable Finance' নামে প্রকাশিত একটি আন্তর্জাতিক মানের বই রচনা করেন।
তিনি বর্তমানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সদস্য। একই সাথে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স কমিটির সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কাস অফিসে এক্সপার্ট হিসেবে হিসেবে কাজ করছেন।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.