সংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।
আজ ৯/১২/২৩ইং রোজ শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানাধীন বেড়তলা গ্রামের ঢাকা -সিলেট মহাসড়কে ড্রাম ভর্তি ট্রাকের চাপায় সিএনজি ও অটোরিকশার ২জন যাত্রী নিহত হয়েছে।
নিহতের একজন হলো সদর থানার সোনাসার গ্রামের মৃত আব্দুল আহাদ এর ছেলে আব্দুর রহমান। আরেকজন হলো হবিগঞ্জ জেলার লাখাই থানাধীন সুবিদপুর গ্রামের আনসার আলীর ছেলে ইকবাল হোসেন। এ সময় অটোরিকশা চালকও আহত হয়েছে।
এ বিষয়ে খাঁটিহাতা হাইওয়ে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সকালে একটি ট্রাক আশুগঞ্জ থেকে বিশ্বরোডে যাওয়ার পথে বেড়তলা পাম্প এলাকায় পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি ও অটো রিকশাকে ধাক্কা দেয়। ফলে ঘটনাস্থলে আব্দুর রহমান মারা যান। পুলিশ খবর পেয়ে সেখানে গিয়ে আব্দুর রহমানকে মৃত পায়। এবং ইকবাল হোসেনকে আহত অবস্থায় পায়। পরে পুলিশ তাদেরকে তুলে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে ইকবাল হোসেন মারা যান।
তিনি আরো বলেন, ট্রাকের চালক ঘটনার পর পালিয়ে গিয়েছে। তাকে খোঁজা হচ্ছে। এবং ময়না তদন্তের জন্য লাশগুলোকে মর্গে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.