সংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানাধীন গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মারজানা আক্তার রিয়া শাহীন মিয়ার মেয়ে। মারজানা আক্তার রিয়া উপজেলার শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক বিভাগের ২০২৪ সালের এসএসসি পরিক্ষার্থী ছিলো। তার এক নিকটাত্মীয় বলেন, গত বৃহস্পতিবার সকাল ১১টায় মারজানা আক্তার রিয়া'র টেস্ট পরিক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে তার দুই বিষয়ে ফেইল দেখা যাওয়ায় সে বাড়িতে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে তাকে উদ্ধার করে কসবা উপজেলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ফলাফল প্রকাশিত হয়। পরিক্ষায় এক সাব্জেক্ট ফেল করলে নিয়ম অনুযায়ী ফরম ফিলাপে নিষেধাজ্ঞা থাকলেও শিক্ষার্থীদের কথা বিবেচনা করে দুই সাব্জেক্ট পর্যন্ত অনুমতি দিয়েছি। মৃত মারজানা আক্তার রিয়া'কে ও অনুমতি দিয়েছি। তবে অকৃতকার্য শিক্ষার্থীদেরকে কোনো মন্দ কথা বা শাস্তি দেওয়া হয়নি বলেও জানান তিনি।
এব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন জানান, লাশটিকে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে । এব্যাপারে একটি অপমৃত্যুর মামলাও করা হয় বলে তিনি জানান।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.