টাঙ্গাইলের ধনবাড়ী‌তে কৃষকদের মাঝে ভর্তুকি মূল্যে কম্বাইন্ড হারভেস্টার মে‌শিন বিতরণ।

শ‌হিদুল ইসলাম: ধনবাড়ী প্রতি‌নি‌ধি

টাঙ্গাইলের ধনবাড়ীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সরকারী ভর্তুকি মূল্যে তিন কৃষকের হাতে তিন‌টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন (আধুনিক ধান কাটার যন্ত্র) বিতরণ করা হয়েছে।

১৫ ন‌ভেম্বর (বুধবার) সকা‌ল ১০ঘ‌টিকায় ধনবাড়ী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনার রশিদ হীরা এর উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসলাম হোসাইন এর সভাপতিত্বে কম্বাইন্ড হারভেষ্টার বিতরন অনুষ্ঠা‌নে তিনজন কৃষকের হাতে জাপানের তৈরি তিনটি কম্বাইন্ড হারভেস্টার মেশিনের চাবি তুলে দেওয়া হয় ।

ভর্তুকি মূল্যে মেশিন পাওয়া ওই তিন কৃষক হলেন, উপজেলার চর ভাতকুড়া গ্রামের রমজান আলী,পাইস্কা ইউনিয়নের থোড়া গ্রা‌মের মিজানুর রহমান , ধোকেরকুল গ্রা‌মের খসরু মিয়া। কম্বাইন্ড হারভেস্টার মেশিন তিনটি সরকারের পরিচালন বাজেটে কৃষি যন্ত্রপাতি সহায়তা কর্মসূচির আওতায় ৫০ শতাংশ ভর্তুকিতে কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে।

কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনার রশিদ হীরা, ধনবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মোঃ আসলাম হোসাইন, সরকারি কমিশনার (ভূমি) ফারাহ ফাতেহা তাকমিলা, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান,উপ‌জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকসানা পারভীন, ধনবাড়ী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুলতান আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন কালু, কৃষি উপ সহকারী ফরিদ, ধনবাড়ী উপ‌জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক জ‌হিরুল ইসলাম মিলন,সরকারী কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন স্তরের সুধীবৃন্দ।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসলাম হোসাইন বলেন, সরকারী ৫০ শতাংশ ভর্তুকিতে কৃষকদের মাঝে কম্বাইন্ড হারভেষ্টার মেশিন দেওয়া হয়েছে । এ কম্বাইন্ড হারভেষ্টার মেশিনের মাধ্যমে অল্প সময়ে অল্প খরচে জমির ধান কাটাই মাড়াই করতে পারবে এতে শ্রমিক সংকট দূর হবে।

ধনবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, কম্বাইন্ড হারভেস্টার মেশিন সরকারের পরিচালনার বাজেটে কৃষি যন্ত্রপাতি সহায়তা কর্মসূচির আওতায় মেশিন তিনটি ৫০ শতাংশ ভর্তুকিতে কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। উক্ত কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে কৃষক একই সাথে ধান কর্তন, মাড়াই, ঝাড়াই ও বস্তাভর্তি করতে পারবেন। ফলে কৃষকের উৎপাদন খরচ অনেকাংশে কমে যাবে এবং কৃষকের আয় বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তি‌নি আরো ব‌লেন কৃষকদের উন্নয়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবসময় কৃষকদের পাশে রয়েছে।

কৃষকরা জানান , এসব যন্ত্রপাতি পেয়ে তারা খুশি। কৃষকের চাষে বর্তমানে খরচ কমে অর্ধেকে নেমে আসবে। কৃষি পণ্য বিক্রি করে তারা লাভবান হবে। সরকারের এই উদ্দ্যোগকে কৃষকরা সাধুবাদ জা‌নি‌য়ে‌ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *