ঝিনাইদহ প্রতিনিধি মোঃ অমিদ হাসান
ঝিনাইদহের কালীগঞ্জ টু জীবননগর মহা-সড়কের মহেশপুর উপজেলার তুষার সিরামিকের ২শ গজ পশ্চিমে ৩০ নভেম্বর রবিবার রাত আনুমানিক ৩ টার দিকে খাঁন বাজাজ মটরসাইকেল বহন করা এস এম ট্রান্সপোর্ট এজেন্সি উত্তরা মটরস্ সহযোগী প্রতিষ্টানের একটি কাভার ট্রাকসহ ঢাকা যানবাহন ডাকাতির কবলে পড়ে। এসময় ডাকাত দলের হাতে মটরসাইকেল বহনকারি কাভার পিকআপের ড্রাইভার জুয়েল ও হেলপার আকাশ নামের দুজনকে কুপিয়ে গুরুতর জখম করে। ডাকাত দলের হাতে বাঁচার জন্য মোটরসাইকেল বহনকারি পিকআপ গাড়ীটি ব্যাক গিয়ারে পিছনে যেতে গিয়ে রাস্তার পাশেই উল্টিয়ে পড়ে যায়। রাতেই খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থল এসে তাদেরকে উদ্ধার করে প্রথমে মহেশপুর ও পরে যশোর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। এতে হেলপার আকাশের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়েছে