ঝিনাইদহের কালীগঞ্জে পলিপাস অপারেশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি মোঃ অমিদ হাসান

 

 

ইকো ডায়াগনস্টিক সেন্টার ও ফাতেমা প্রা. হাসপাতালে পলিপাস অপারেশন করাতে গিয়ে কলেজ শিক্ষার্থী নিহত, পরিবারে শোকের ছায়া

 

 

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ইকো ডায়াগনস্টিক সেন্টার ও ফাতেমা প্রাইভেট হাসপাতাল থেকে পলিপাস অপারেশনের জন্য ভর্তি হওয়া এক কলেজ শিক্ষার্থী মারা গেছেন। গতকাল সোমবার দুপুরে কালীগঞ্জ উপজেলার একটি নামকরা হাসপাতালেই এই ঘটনা ঘটে। নিহত কলেজ শিক্ষার্থীর নাম রুবাইয়া হাসান, বয়স ১৯ বছর এবং তিনি কালীগঞ্জ কলেজের শিক্ষার্থী ছিলেন।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, রুবাইয়া হাসান পলিপাসের সমস্যার কারণে চিকিৎসকের পরামর্শে অপারেশন করাতে যান। তবে অপারেশনের পর তার শারীরিক অবস্থা অবনতির দিকে যায় এবং তিনি মৃত্যুবরণ করেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, অপারেশনের পর চিকিৎসকের গাফিলতির কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটেছে।

 

নিহতের পরিবার শোকাহত এবং তাদের দাবি দ্রুত তদন্ত করে দায়ী চিকিৎসক ও হাসপাতালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

 

এ ঘটনায় কালীগঞ্জ থানার পুলিশ তদন্ত শুরু করেছে এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *