ঝালকাঠি প্রতিনিধি মোঃ আরমান সরদার
ঝালকাঠির কাঠালিয়ায় যাত্রীবাহী বাসচাপায় আবু তালুকদার নামে এক ব্যবসায়ীর নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় ২ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
ভান্ডারিয়া-কাঠালিয়া আঞ্চলিক মহাসড়কের উপজেলার বান্ধাঘাটা নামক স্থানে আজ সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু তালুকদার উপজেলার দক্ষিণ কৈখালী গ্রামের ইসমাইল তালুকদারের ছেলে ও বান্ধাঘাটা বাজারের মুদি দোকানি ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার।
স্বজনদের বরাত দিয়ে ওসি জানান, ফজরের নামাজ পরে নিজ বাড়ি থেকে বান্ধাঘাটা বাজারেরে দোকানে যাওয়ার জন্য বের হন আবু তালুকদার। বাড়ির সামনের সড়কে গেলে আমুয়াগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় ২ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এতে দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে।
এ বিষয়ে ওসি নাসির উদ্দিন বলেন, বাসটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।