জয়পুরহােটর, “ছগ্রাম এলাকা থেকে টাপেন্টডল ০৬ মাদক কারবারী কে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

মোঃ সারোয়ার হোসেন অপু
স্টাফ রিপোর্টারঃ

প্রেস বিজ্ঞপ্তি
জয়পুরহােটর, “ছগ্রাম এলাকা থেকে টাপেন্টডল ০৬ মাদক কারবারী কে গ্রেফতার করেছে র‌্যাব-৫। র‌্যাব প্রতিষ্ঠাকাল থেকেই সার্বিক আইন শূঙ্খলা পরিস্থিতি সমুনত রাখার ল সব ধরনর অপরাধী কে আইনের আওতায় নিয়ে আসার অগ্রণী ভূমিকা পালন কর আসছে। জঙ্গি, সন্ত্রাস,
স-ঘবী অপরাধী, মাদক, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষণ মামলার আসামিসহ সকল অপরাধীর বিরুী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এরই ধারাবাহিকতায়, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব একটি চৌকন অপারেশনালাল ক্পোস্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এবং স্কায়ার্ড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখ ২১.৩০ ঘটিকায় জয়পুরহাট জেলার সদরথানাধীন,”ছগ্রাম এলাকায় বিশষ অভিযান পরিচালনা করে ৫০ পিচ টাপেন্টডলসহ মাদক কারবারী ১। শ্রী উজ্জ্বল কর্মকার (৪২), পিতা-ম ত মংলা কর্মকার, ২ মোঃ আব্দুল মুমিন (৩০), পিতা-মোঃ আনারুল ইসলাম, ৩১ মোঃ সুমন ইসলাম (২৩), পিতা-মোঃ জামাল হাসন, ৪১ মোঃ লায়ারও হাসান (২৭), পিতা-মোঃ জাফর ইকবাল , ৫১ মোঃ আব্দুল মান্নান (১৮), পিতা-নাছির উদ্দিন এবং ৬১ মোঃ সুমন হাসান (৩০), পিতা-মোঃ লুৎফর রহমান, সাং-পাইকর দাড়িয়া, সদরথানা ও জেলা-জয়পুরহাট কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা এলাকার চিহ্নিত মাদক কারবারী। গ্রেফতারকৃত আসামী মানা, সুমন, মামিন, সুমন ও লায়ার উল‘র সহযোগী হিসেবে কাজ করতো বলে জানা যায়। এমন সংবার ভিত্তিতে গত কয়েকদিন ধের র‌্যাব-৫, সিপিসি-৩ এর গায়দা এর গতিবিধি পযবেক্ষণ শুরু করে। ৩১-১২-২০২৩ ইং তারিখ ২১.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আসামীকে মাদক টাপেন্টডল ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের সময় জয়পুরহাট জেলার সদর থানাধীন,”ছগাম এলাকা থেকে র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক ল উল্লেখ, মানা, সুমন, মুমিন, সুমন ও লায়ার কে আটক করে। পরবতীতে সকলের উপস্থিতিতে উক্ত আসামীদের নিকট রক্ষিত মাদক দ্রব্য ৫০ পিচ টাপেন্টডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামিদের জয়পুরহাট সদর থানায় প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *