আবুবকর সম্পদ,জবি প্রতিনিধি :
আগামী ৭ জানুয়ারি দেশে অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন কে কেন্দ্র করে দেশের প্রতিটি আসনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।এবারের নির্বাচনে দেশে মোট ভোটার সংখ্যা প্রায় ১২ কোটি।যার অধিকাংশই যুবক-যুবতী। এর মধ্যে বিশ্ববিদ্যালয় পড়ুয়াও রয়েছে।
নির্বাচনের এই সময়ের মধ্যেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শীতকালীন ছুটি শেষে আগামী ৩১ ডিসেম্বর থেকে পাঠদান কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে।বিশ্ববিদ্যালয়ের প্রায় সকল বিভাগে এ সময়ে ক্লাস নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।তবে ১০ জানুয়ারির আগ পর্যন্ত কোন পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।পরীক্ষায় অংশ গ্রহণে নূন্যতম ৭০ শতাংশ ক্লাসে উপস্থিত হওয়ার বাধ্যবাধকতা এবং ক্লাস এসেসমেন্ট এর নম্বরের জন্য অনেক শিক্ষার্থীকেই সশরীরে ক্লাসে উপস্থিত থাকতে হবে।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্বাচনের পূর্বে পরিক্ষা না নেওয়ার অলিখিত এ সিদ্ধান্তকে তোয়াক্কা না করে বিভিন্ন বিভাগে পরীক্ষা চালিয়ে নেয়ার ঘোষণা দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ, পদার্থবিজ্ঞান বিভাগ, মার্কেটিং বিভাগসহ বেশ কয়েকটি বিভাগে এ সময়ে মিড পরীক্ষা নেয়ার নোটিশ দেয়া হয়েছে।প্রাণীবিদ্যা বিভাগের ১৭ ব্যাচের ২য় সেমিস্টারের ১২০৫ কোর্চের ফাইনাল পরিক্ষা, লোক প্রশাসন বিভাগের ভাইবা, ব্যবস্থাপনা বিভাগের ১৮ ব্যাচের প্রেজেন্টেশন আগামী ৪ জানুয়ারি হওয়ার নোটিশ দেওয়া হয়েছে।এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে এক ধরণের ক্ষোভ প্রকাশ পাচ্ছে।
শিক্ষার্থীদের সাথে কথা বললে তারা জানান, ” আমার আমাদের এলাকার ভোটার। পড়াশোনার জন্য ঢাকাতে থাকি।কিন্তু ক্যাম্পাস নির্বাচনের পূর্বে খুলার জন্য আমাদের ভোট না দিয়েই ক্যাম্পাসে ফিরে আসতে হচ্ছে। ভোটের দিন ঢাকা থেকে এলাকায় যেয়ে ভোট দেওয়াও সম্ভব নয়।এ অবস্থায় আমরা জীবনের প্রথম ভোটটি দিতে পারবো না।”
অন্য আরেকজন শিক্ষার্থীকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন,” মানণীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বাদশ জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করার জন্য বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য বিভিন্ন রকম প্রদক্ষেপ নিচ্ছেন।যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এর বেশিরভাগ শিক্ষার্থী ঢাকার বাহিরের ভোটার সেহেতু শীত কালীন ছুটির পর ৩১ ডিসেম্বর ক্যাম্পাস না খুলে নির্বাচনের পর খুললে তা শিক্ষার্থী, দেশ ও জাতির জন্য ভালো হতো।”