ঝিনাইদহ প্রতিনিধি মোঃ অমিদ হাসান
এসময় তাদের কাছে থাকা প্রায় ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দেহাটি গ্রামে এ ঘটনা ঘটে।আহতরা হলেন- দেহাটি গ্রামের মৃত রহিম শাহর ছেলে শাহাদত হোসেন (৭০) ও তাঁর ছেলে ইটভাটা ব্যবসায়ী এস এম শামীম (৪০)।আহত এস এম শামীম জানান, ‘নিজের ইটভাটা শাহ বিক্স থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলাম। পথের মাঝে দেখি আমার বাবাকে ধরে মারধর করছে একই গ্রামের সুলতান শাহর ছেলে জামাইল হোসেন তরু (৩৮), হাসান শাহ (৩২), মোলাম শাহর ছেলে পলাশ (২৭), জামাইল হোসেন তরুর ছেলে লাটসাহেব (২২) ও একই গ্রামের মৃত রওশন আলী শাহর ছেলে শরিফুল ইসলামসহ (৫০) আরও কয়েকজন।
আমি মোটরসাইকেল রেখে তাদেরকে থামাতে গেলে তরু তার হাতে থাকা দা দিয়ে আমার মাথায় কোপ দেয় ও দুরমুজ দিয়ে পায়ে আঘাত করে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।’তিনি আরও জানান, ‘ইটভাটা থেকে ৯ লাখ ২০ হাজার টাকা নিয়ে বাসায় ফিরছিলাম। আমার বাবার কাছেও ব্যবসার ১ লাখ ১০ হাজার টাকা ছিল। ওরা সব টাকা ছিনিয়ে নিয়ে গেছে।’
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আফরিন আক্তার জানান, আহত দুজনের মধ্যে শামীম নামের একজনের মাথায় সেলাই দেয়া হয়েছে। অপরজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। দুজনকেই হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।তারা সম্পূর্ণ শঙ্কামুক্ত।এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) একরাম বলেন, এ ঘটনায় আহত শাহাদত হোসেনের ছেলে সোহাগ বাদী হয়ে একটি মামলা করেছেন।
অভিযুক্তদের ধরতে পুলিশি অভিযান অব্যহত রয়েছে।