ঝিনাইদহ প্রতিনিধি মোঃ অমিদ হাসান
মঙ্গলবার (২ জুলাই) দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যায়।নিহত শিলা খাতুন জীবননগর উপজেলার পেয়ারাতলা গ্রামের নাছের আলীর স্ত্রী।পারিবারিক সুত্রে জানা যায়, শিলা খাতুন তার বাপের বাড়ি ঝিনাইদহ জেলার রঘুনাথপুরে ছিলেন। মঙ্গলবার বেলা ১২টার দিকে রান্নাঘরের পাটকাঠির মধ্যে থাকা বিষধর গোখরো সাপ তার হাতে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। এর কিছুক্ষণ পর দুপুর ২ টার দিকে চিকিৎসারত অবস্থায় মারা যায়।অপরদিকে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সাপের কামড়ে মারফত আলী (২৫) নামের যুবক আহত হয়েছেন। তাকে হাসপাতালে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷আহত মারফত আলী আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের রোয়াকুলি গ্রামের রেজাউল ইসলামের ছেলে।জানা গেছে, আলমডাঙ্গার মুন্সিগঞ্জে কাঠের কাজ করার সময় কোন কিছুতে কামড় দেয় মারফত আলীকে। সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক আলামত দেখে সাপের কামড় দিয়েছে বলে বুঝতে পারেন। পরে তাকে ভর্তি করে অ্যান্টিভেনম দেন এবং পর্যবেক্ষণে রাখেন।
জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাপলা খাতুন রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, সাপের কামড়ে শিলা খাতুন নামের এক নারী চিকিৎসারত অবস্থায় মারা গেছেন। এবং সাপের কামড়ে মারফত আলী নামের এক যুবক আহত হয়ে চিকিৎসাধীন। তাকে আমরা পর্যবেক্ষণে রেখেছি।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.