ঝিনাইদহ জেলা প্রতিনিধি মোঃ অমিদ হাসান:
চুয়াডাঙ্গা জীবননগরে মঙ্গলবার সকালে গরুতে জমির ঘাস খাওয়াকে কেন্দ্র করে সবুজ নামের এক যুবককে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ গরুর মালিক পিতা–পুত্রের বিরুদ্ধে। আহত সবুজ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।সাথে আকলিমার পরিবারের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। বিরোধের জেরেই তার ছেলের উপর হামলা হয়েছে।তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এসময় এবং কুপিয়ে মাথার চারপাশ জখম করা হয়।আহত সবুজ জানান,সোমবার সন্ধ্যায় আমার ঘাসের জমিতে গয়েশপুর গ্রামের ফিট্টু গাইনের ছেলে পারভেজ গাইনের গরুতে ঘাস খেয়ে ক্ষতিসাধন করে। আমি আজ সকাল ৮ টার দিকে তাদেরকে ঘাস খাওয়ার ব্যপারে জানতে চাইলে তারা বিষটি অশ্বিকার করে আমার উপর চড়াও হয়ে গালা-গালি করতে থাকে। আমি প্রতিবাদ করলে ফিট্টু গাইন আমাকে মারতে থাকে এক পর্যায়ে তার ছেলে পারভেজ গাইন তার হাতে থাকা হাসুয়া দিয়ে আমাকে এলোপাথাড়ি কোপাতে থাকে আমি বাঁধা দিলে আমার হাতে দুটি কোপ লাগে।এব্যপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি এসএম জাবীদ হাসান জানান,আহতের খবরটি আমি শুনেছি লোক মারফত । আমি তাৎক্ষনিক জীবননগর হাসপাতাল ও ঘটনাস্থলে অফিসার পাঠিয়েছি। আহতের পরিবারের পক্ষথেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। আমরা ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছি।