মাসুদ রানা , সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের তৃণমূল বিএনপির প্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম টুকন (সোনালি আঁশ) ভোটগ্রহণের ১৭ ঘণ্টা আগে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। দলের অসাংগঠনিক কর্মকাণ্ড, দূর্বল নেতৃত্ব ও কেন্দ্রীয় অসহযোগিতার অভিযোগে তিনি এ সিদ্ধান্ত নেন। শনিবার বিকেল ৩টায় সরিষাবাড়ী পৌর এলাকার সাতপোয়া গ্রামের নিজ বাস ভবনে অনুষ্ঠিত এক প্রেসব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন।
লিখিত বক্তব্যে সাইফুল ইসলাম টুকন বলেন, নির্বাচন পরিচালনা কমিটি ও উপদেষ্টা বিহীন নামধারী সংগঠন তৃণমূল বিএনপি। আমার মতো সংগঠকের জন্য এ সংগঠন নয়। নির্বাচনের মাধ্যমে সারাদেশের প্রার্থীদের মাধ্যমে কেন্দ্রীয় নেতাদের প্রচার-প্রচারণাই উদ্দেশ্য। সঠিক নেতৃত্বের জন্য এ সংগঠন নয়, বিধায় তৃণমূল বিএনপি থেকে সকল সম্পর্ক ছিন্ন করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিলাম।
উল্লেখ্য, তৃণমূল বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম টুকন উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। একসময় বিএনপির ডাকসাইটের নেতা ছিলেন তিনি। প্রতীক বরাদ্দের পর শুরুতে তিনি পোস্টার, মাইকিং ও গণসংযোগ করলেও কেন্দ্রের অসহযোগিতার জন্য তিনি চরম অসন্তোষ ছিলেন। প্রেস ব্রিফিংয়ের সময় ব্যবসায়ী জাভেদ ওয়ারেছ সোহেলসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.