জাবি প্রতিনিধি:
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উচ্চশিক্ষায় গবেষণা সহযোগিতা প্রকল্প ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’ (এনএসটি) পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২৭৫ জন শিক্ষার্থী।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৩ হাজার ৯১১ জন শিক্ষার্থী এ ফেলোশিপের জন্য মনোনীত হয়েছেন। 'ভৌতবিজ্ঞান', 'জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান' এবং 'খাদ্য ও কৃষি বিজ্ঞান' এই তিন ক্যাটাগরিতে এবারের ফেলোশিপ দেওয়া হচ্ছে।
জাবির ১৭ টি বিভাগের ২৭৫ জন শিক্ষার্থী এই ফেলোশিপটি পেতে যাচ্ছেন। এদের মধ্যে জীব ও চিকিৎসাবিজ্ঞান ক্যাটাগরিতে ১০৮ জন শিক্ষার্থী এবং ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতে ১৬৭ জন শিক্ষার্থী ফেলোশিপের জন্য মনোনীত হয়েছেন।
ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী রয়েছে পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগ থেকে ৩২ জন, রসায়ন বিভাগের ২৯ জন,গনিত বিভাগর ২৮ জন, প্রাণিবিদ্যা বিভাগের ২৮ জন, পদার্থবিজ্ঞান বিভাগের ২৪ জন, পরিসংখ্যান বিভাগের ২৪ জন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২ জন, ভূগোল ও পরিবেশ বিভাগের ১৮ জন, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ১১ জন, মাইক্রোবায়োলজি বিভাগের ১০ জন, উদ্ভিদবিদ্যা বিভাগের ৯ জন, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৮ জন, ফার্মেসি বিভাগের ৮ জন, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি বিভাগের ৮ জন, ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং এন্ড জিআইএস বিভাগের ৮ জন, ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৬ জন এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের ২ জন শিক্ষার্থী এই ফেলোশিপের জন্য মনোনীত হয়েছেন ।
উল্লেখ্য, ১৯৭৭-১৯৭৮ অর্থবছর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় বা গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত এবং গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি এবং পোস্ট-ডক্টরাল পর্যায়ের ছাত্র-ছাত্রী ও গবেষকদের এ ফেলোশিপের মাধ্যমে অনুদান দেওয়া হয়। ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞান গ্রুপে এমএস কোর্সে নির্বাচিত শিক্ষার্থীরা ফেলোশিপের আওতায় এক বছরে প্রত্যেকে অনুদান হিসেবে ৫৪০০০ টাকা করে পাবেন।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.