জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজে এসডিজি অর্জনে শিক্ষার্থী এবং শিক্ষকদের সম্পৃক্ততা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

আছিফুর রহমান রাহুল
শরীয়তপুর জেলা প্রতিনিধি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের (এসডিজির) মুখ্য সমন্বয়ক জনাব আখতার হোসেন বলেছেন,, ‘টেকসই উন্নয়ন চাইলে দেশের স্থানীয় পর্যায় থেকে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশে টেকসই উন্নয়ন সম্ভব নয়। বাংলাদেশ ইতোমধ্যে এই লক্ষ্য অর্জনে যথেষ্ট অগ্রগতি সাধন করেছে। ২০৩০ সালের মধ্যে এসডিজির উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নে স্থানীয়করণ ও অগ্রাধিকার নির্ণয়ের কোনো বিকল্প নেই।’

বৃহস্পতিবার (১৮জানুয়ারী) দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের মিলনায়তনে টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক শিক্ষার্থী ও শিক্ষকদের সম্পৃক্ততা সংক্রান্ত একমত মতবিনিময় সভা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে আখতার হোসেন দেশ এর উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে শিক্ষার্থী ও শিক্ষকদের সাফল্য ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের উজ্জ্বল ভাবমূর্তির কথা উল্লেখ করেন।

তিনি আরও বলেন,, ‘পৃথিবীর বিভিন্ন দেশ তাদের লক্ষ্যমাত্রা, রাষ্ট্রের অগ্রাধিকার এবং চাহিদার আলোকে এসডিজির সূচকের অগ্রাধিকার তালিকা প্রণয়ন করছে। সব দেশ অবশ্যই সব লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বদ্ধপরিকর। বাংলাদেশও সেই দিক থেকে দীর্ঘমেয়াদী এই পরিকল্পনা সফলভাবে অর্জন ও এসডিজি বাস্তবায়নে আমাদের এক যোগে কাজ করতে হবে। এবং কারিগরি শিক্ষা নেওয়ার দিকে বিশেষভাবে নজর দিতে হবে। শুধু বড় কোন জায়গায় গেলেই হবে না তাদের আচার-আচরণ দিকেও নজর দিতে হবে তাহলেই শিক্ষার্থীরা ভবিষ্যতে ভালো কিছু করার পাশাপাশি মানুষও হয়ে উঠবে।

পরে তিনি শিক্ষার্থীদের করা নানান প্রশ্নের উত্তর দেন।

শরীয়তপুর জেলা প্রশাসন আয়োজিত এই মতবিনিময় সভায় জেলা প্রশাসক মাহমুদ নিজাম উদ্দিন এ মতবিনিময় সভার সভাপতিত্ব করেন।
এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনাব মনিরুল ইসলাম (অতিরিক্ত সচিব এসডিসি, প্রধানমন্ত্রীর কার্যালয়)। মাহবুবুল আলম, পুলিশ সুপার , শরীয়তপুর, জনাব মোঃ হারুন অর রশিদ, অধ্যক্ষ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ, শরীয়তপুরসহ শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *