আছিফুর রহমান রাহুল
শরীয়তপুর জেলা প্রতিনিধি।
৫ অক্টোবর জাতীয় শিক্ষক
দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কলেজ ক্যাম্পাসে এক আনন্দ শোভাযাত্রা মাধ্যমে শুরু করে পরবর্তীতে আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় কলেজ অধ্যক্ষ জনাব হারুন উর রশিদ এর নেতৃত্বে এবং সভাপতিত্বে সকল শিক্ষকগণের উপস্থিতিতে শিক্ষার্থীদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় পরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
কলেজ অর্থনীতি বিভাগ এর শিক্ষক জনাব প্রদুত কুমার দাস এর উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ জনাব হারুন উর রশিদ, প্রধান অতিথি এবং কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ সিরাজুল হক, বিশেষ অতিথি প্রফেসর আলী হোসেন এবং সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং ইতিহাস বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মিজানুর রহমান । এ সময় তারা শিক্ষার্থীদের মাঝে শিক্ষকদের সম্পর্কে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং শিক্ষক পেশার মর্যাদা মূল্যায়ন এবং মূল্যবোধ সম্পর্কে বিশেষ আলোচনা করেন। শিক্ষকরা জাতির জন্য কত বড় ভূমিকা পালন করে তার সম্পর্কেও আলোচনা করা হয়।