জবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২৪ এর চ্যাম্পিয়ন ফিন্যান্স বিভাগ

আবুবকর সম্পদ,জবি প্রতিনিধিঃজগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি) এর আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৪ এর চ্যাম্পিয়ন ফিন্যান্স বিভাগ।

সোমবার (২রা ডিসেম্বর) সকাল ১১ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে (ধূপখোলা) ৭ম আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৪ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।এতে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও ফিন্যান্স বিভাগ।বিশ্ববিদ্যালয়ের এই ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ফিন্যান্স বিভাগ।

জানা যায়, নির্ধারিত খেলায় ৩-৩ এ সমতার পর টাইব্রেকারে ৪-৩ গোলে জয়ী হয় ফিন্যান্স বিভাগ।শুরুর দিকে ৩-১ গোলে ফিন্যান্স বিভাগ থেকে ইংরেজি বিভাগ এগিয়ে থাকলেও পরবর্তীতে সমতা ফিরিয়ে আনে ফিন্যান্স বিভাগ।পরবর্তীতে টাইব্রেকারে জয়ী হয় ফিন্যান্স।

উক্ত প্রতিযোগিতায় সেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেন রানার্স আপ দলের ইংরেজি বিভাগের কাউসার আলম। সর্বোচ্চ (৫টি) গোলদাতার পুরস্কার যৌথভাবে লাভ করেন মার্কেটিং বিভাগের আল হোসেন ও রানার্স

আপ দলের ইংরেজি বিভাগের কাউসার আলম। এছাড়াও সেরা গোলরক্ষকের পুরস্কার লাভ করেন চ্যাম্পিয়ন দলের ফিন্যান্স বিভাগের ফয়সাল।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড.মোঃ রেজাউল করিম বলেন, “শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহী করে গড়ে তোলার জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে। প্রতিযোগিতাটি উপভোগ্য ও সফলভাবে সম্পন্ন করতে পারায় শিক্ষার্থীরাসহ আয়োজক কমিটিকে ধন্যবাদ। খেলার মাঠটিকে সবুজায়ন ও উপযোগী করে গড়ে তোলার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে।”

ক্রীড়া উপ-কমিটি (ফুটবল ও হকি) এর আহবায়ক অধ্যাপক ড. মোহাঃ আলী নূরের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের  ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, “জীবনে ধৈর্য, সাহসিকতা ও সহমর্মিতা থাকলে যে কেউ এগিয়ে যেতে পারবে-খেলাধুলার মধ্য দিয়ে আমরা তা দেখতে পাই। কোন কিছুতে হতাশ হয়ে পিছু হটা যাবে না, চেষ্টা করতে হবে তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো।”

এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের  অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোস্তফা হাসান, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, প্রভোস্ট অধ্যাপক ড. আঞ্জুমান আরা এবং পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মোঃ ওমর ফারুকসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী উপভোগ করেন।

উল্লেখ্য গত ১১ নভেম্বর থেকে জবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৪ শুরু হয়।এবারের খেলায় অংশ নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্তত ৪০ টি বিভাগ।গত সোমবার মার্কেটিং বিভাগ কে হারিয়ে ফিন্যান্স বিভাগ এবং আইন বিভাগকে হারিয়ে ইংরেজি বিভাগ ফাইনালের সুযোগ লুফে নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *