জগন্নাথ বিশ্ববিদ্যালয় ৭ম আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৪ এর উদ্বোধন

আবুবকর সম্পদ,জবি প্রতিনিধি :

আজ রবিবার (১০ নভেম্বর) ক্রীড়া উপ-কমিটি (ফুটবল ও হকি), জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে কেন্দ্রীয় খেলার মাঠে (ধূপখোলা) ৭ম আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৪ এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি। এসময় তিনি বলেন, “স্বাস্থ্য রক্ষায় খেলাধুলা হচ্ছে অন্যতম মাধ্যম। আমাদের বিশ্ববিদ্যালয়ে আগে থেকেই অনেক সমস্যা রয়েছে, এর মধ্যে থেকেও সাফল্য ও ব্যর্থতার মাঝে আমাদেরকে এগিয়ে যেতে হবে। ক্রীড়াক্ষেত্রে ধারাবাহিকভাবে আমাদের বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করতে হবে। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের থেকে সফল প্রতিযোগী বের করে তাদেরকে আন্তর্জাতিক পর্যায়ে খেলার সুযোগ করে দিতে হবে।”

ক্রীড়া উপ-কমিটি (ফুটবল ও হকি), জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহবায়ক অধ্যাপক ড. মোহাঃ আলী নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং কেন্দ্রীয় ক্রীড়া কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, “শারীরিক ও মানসিক দিক দিয়ে ফিট থাকার জন্য খেলাধুলার কোনো বিকল্প নাই। খেলাধুলার মাধ্যমে আমাদের জীবনে বাহ্যিক দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন হয়ে থাকে।

কেন্দ্রীয় ক্রীড়া কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন বিশেষ অতিথির বক্তব্যে বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যাালয়কে এগিয়ে নেওয়ার জন্য খেলাধুলার কোনো বিকল্প নাই।বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাদকের করাল গ্রাস থেকে দূরে রাখার জন্য খেলাধুলায় সম্পৃক্ততা খুবই জরুরি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ৭ম আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় ৩৮টি বিভাগ ও ২টি ইনস্টিটিউটসহ মোট ৪০টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় ফিন্যান্স বিভাগের সাথে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শরীরচর্চা শিক্ষা কেন্দ্রের উপ-পরিচালক গৌতম কুমার দাস।

উদ্বোধনী অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. আঞ্জুমান আরা, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মোঃ ওমর ফারুক, বিভিন্ন দলের টিম ম্যানেজারসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *