জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী গুলিবিদ্ধ 

সম্পদ,জবি প্রতিনিধিঃ

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়াও সরকারি কবি নজরুল কলেজের এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে এ সিএমএম কোর্টের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে প্রথমে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। গুলিবিদ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলেন মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের অনিক, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অন্তু এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের ফেরদৌস।

প্রতক্ষ্যদর্শীরা জানান, কোটা সংস্কারের দাবি এবং সোমবার বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন” এর ডাকা বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়সংলগ্ন সিএমএম কোর্ট সংলগ্ন সড়কের সামনে পৌঁছালে তাদের ওপর দুর্বৃত্তরা হামলা করে। এ সময় হামলাকারীরা শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণ করে। এতে চার শিক্ষার্থী গুলিবিদ্ধ হন।

এ বিষয়ে রাজধানীর কোতয়ালী জোনের সহকারী পুলিশ সুপার (এএসপি) নজরুল ইসলাম বলেন, গুলির খবর শুনেছি। তবে আমরা এক গ্রুপকেই মিছিল করতে দেখেছি। অন্য কোনো গ্রুপ দেখিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *