ছালেহীয়া ইলমুল ক্বেরাত প্রশিক্ষণ কোর্সের পুরস্কার বিতরণী ও দোয়া অনুষ্ঠানের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হলো।
মো. নজরুল ইসলাম
জেলা প্রতিনিধি,হবিগঞ্জ
৫ এপ্রিল,শুক্রবার, ২০২৪
ছারছীনা দরবার শরীফের দ্বীনীয়া মাদরাসা বোর্ড কর্তৃক পরিচালিত ছালেহীয়া ইলমুল ক্বেরাত প্রশিক্ষণ কোর্সের পুরস্কার বিতরণী ও দোয়া অনুষ্ঠান আজ ২৫ রমাদ্বান,রোজ শুক্রবার হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ছালেহাবাদ মাদরাসায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তাশরিফ নিয়েছেন ছালেহাবাদ খানকায়ে ছালেহীয়া কমপ্লেক্স এর সম্মানিত পরিচালক, আলহাজ্ব হযরত মাওলানা আবুল কালাম সৈয়দ উবায়দুর রহমান, মুহতারম ছালেহাবাদী হুজুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মো. নজরুল ইসলাম
মো. আসলাম উদ্দিন
মো.আব্দুল কাইয়ুম সহ ছালেহাবাদ দারুস সুন্নাত মোহেব্বীয়া দীনিয়া মাদ্রাসা, ছালেহাবাদ মহিউস সুন্নাহ দাখিল মাদ্রাসা, ছাত্তারিয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতারম আসাতিজায়ে কেরাম।
বৃহত্তর সিলেটের বুকে ইসলামী তাহজীব তামাদ্দুন, আমল আখলাক আদর্শের সত্যিকারের চর্চা ছালেহাবাদ খানকায়ে মোহেব্বীয়া কমপ্লেক্সে হচ্ছে। এখানের ছাত্ররা পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতে পাগড়ি সহ আদায়, সবার ইউনিফর্ম নেছফে ছাক্ব গোল জামা, পাজামা, গোল টুপি, আকিদা আদর্শে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শ সহ হুবহু ছারছীনা শরীফের নমুনায় একটি প্রতিচ্ছবি ফুটে উঠেছে এই ছালেহাবাদে। প্রশান্তির বিষয় হলো, দুবেলা নিয়মিত ছবক মশক (ফজর ও মাগরিব এশা বা’দ জিকির ও দরুদ শরীফের অজিফা আদায়), হচ্ছে।অতিথিগণ এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি কামনা করি।