ছাত্র রাজনীতি নিষিদ্ধের ডাক দিচ্ছে জবি শিক্ষার্থীরা

আবুবকর সম্পদ, জবি প্রতিনিধিঃ

চলমান কোটা সংস্কার আন্দোলন কে ঘিরে সারা দেশে টান টান উওেজনা বিরাজ করছে।তারই প্রেক্ষিতে মঙ্গলবার বিকেল ৩ টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলন শুরু করে।পরবর্তীতে জবি শিক্ষার্থীরা মিছিল নিয়ে তাঁতি বাজার অতিক্রম করে নিম্ন আদালতের সামনে উপস্থিত হলে তাদের এ মিছিলে অপরিচিত কিছু সরকার সমর্থিত ব্যাক্তি গুলি বর্ষণ করে।গুলি বর্ষণের ফলে জবির ৩ শিক্ষার্থী এবং কাজী নজরুল ইসলাম সরকারি কলেজে ১ শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে এবং অসংখ্য শিক্ষার্থী নানা ভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়।

এই হামলার প্রতিবাদে জবির বিভিন্ন বিভাগ থেকে শিক্ষার্থীরা তাদের বিভাগে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা দেয়।এ বিষয়ে একজন শিক্ষার্থী বলেন,”আমরা একসময় ছাত্রলীগ করতাম।বঙ্গবন্ধু আদর্শকে আমরা মনে লালন করি।কিন্তু বর্তমানে ক্ষমতাসীন ছাত্রলীগ যে ভাবে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে বাঁধা দিয়ে তাদের উপর অন্যায় ভাবে হামলা করছে আমরা একে সমর্থন করি না।তাই আমদের অনেকেই স্বেচ্ছায় ছাত্রলীগ থেকে পদত্যাগ করছে এবং বিভাগে সকল প্রকার ছাত্র রাজনীতি সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছি।যারা আমার ভাই,বোনদের উপর হামলা করেছে তাদের সাথে ক্লাস, পরিক্ষাতে অংশগ্রহণ আমরা নিরাপদ মনে করি না।তাই আমরা সবাই তাদের বয়কট করছি।”

এ বিষয়ে আরেকজন শিক্ষার্থীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন,” আমাদের এ আন্দোলন শুধু ছাত্রলীগের বিপক্ষে নয়।আমরা আমাদের বিভাগে ছাত্রলীগ,ছাত্রদল,শিবিরসহ সকল প্রকার ছাত্র সংগঠন নিষিদ্ধ ঘোষণা করেছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *