মোশাররফ হোসেন, ছাতকঃ
ছাতক উপজেলায় আসন্ন আমন ধান সংগ্রহ ২০২৪ উপলক্ষে প্রস্তুতি ও দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৫ নভেম্বর) ২০২৪ ইংরেজি ছাতক উপজেলা নির্বাহী অফিসারের নিজ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় সভার সভাপতি ছাতক উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, প্রান্তিক কৃষকের থেকে যেন সরাসরি ধান সংগ্রহ করা হয়। মাঝখানে যেন কোন মধ্যস্ত ভোগী ব্যবসায়ী সুযোগ না নিতে পারে, এতে কৃষক লাভবান হবে।
এ সময় উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা খাদ্য কর্মকর্তা পিনাকী পানি ভট্টাচার্য, ছাতক উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিউল আলম, যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, ছাতক অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাদ মাহমুদ মনির, কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাতক খাদ্য গুদাম সুলতানা পারভিন এবং ছাত্র প্রতিনিধি মাহবুব জুবায়ের, ছাতক উপজেলার সকল রাইছ মিলের মালিক এবং কৃষক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় দেশের সার্বিক খাদ্য পরিস্থিতি ও আসন্ন আমন সংগ্রহের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.