ছাতকে ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সেনাবাহিনী

মোশাররফ হোসেন, ছাতকঃ

সুনামগঞ্জ জেলার ছাতকে পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ-উল-ফিতরকে সামনে রেখে ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্ত প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে সেনাবাহিনী কর্তৃক গরীব, অসহায়, এতিম ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে রবিবার সকাল ১০ ঘটিকায় ছাতক পৌরসভার ৪ নং ওয়ার্ডের পেপার মিল মসজিদের সামনে সিলেট সেনানিবাস কতৃক গরীব, অসহায়, এতিম ও দুস্থ মানুষের মাঝে ই সকল খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও সেনাবাহিনী প্রধানের নির্দেশে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ ছাড়াও নানাবিধ জনসেবামূলক কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জ জেলার ছাতক পৌরসভা এলাকার গরীব, অসহায়, এতিম ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন ছাতক পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর রশিদ আহমদ খসরু, ছাতক অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাদ মাহমুদ মনির এবং সেনাবাহিনীর বিভিন্ন পদবীর সদস্যবৃন্দ।

সেনাবাহিনী জানায়, সেনাসদস্যদের নিজেদের জন্য বরাদ্দকৃত রেশন থেকে অসহায় পরিবারের জন্য চাল, আটা, ডাল, তৈল, চিনি, লবন, চিনিগুড়া চাল, সেমাই, চা পাতা ও গুড়া দুধ দেয়া হয়। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশাপাশি ৪ জেলার মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।  সেনাবাহিনী দেশ সেবা ও জনকল্যাণমূলক কার্যক্রম চলমান থাকবে। সেনাবাহিনীর কতৃক ঈদের পূর্বে খাদ্য সামগ্রী পেয়ে এলাকার সাধারণ মানুষেরা সন্তোষ প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *