ছাতকে নৌ-পুলিশের অভিযানে ইঞ্জিন চালিত নৌকা সহ ৩৫ বস্তা ভর্তি ভারতীয় কাপড় উদ্ধার, আটক-১

মোশাররফ হোসেন, ছাতকঃ

ছাতকে নৌ পুলিশের অভিযানে ৩৫ বস্তা ভারতীয় কাপড় উদ্ধার করা হয়েছে। রোববার (১০ নভেম্বর ) সকাল ৭.৩০ মিনিটের সময় ছাতকের পিয়াইন নদীতে টহলরত পুলিশের একটি টিম এসব মালামাল উদ্ধার করে। এসময় মালামাল পরিবহনে ব্যবহৃত ১টি ইঞ্জিন চালিত নৌকা ও নৌকার পানি সেচের জন্য মাঝির সহায়তাকারী হোসাইন আহমদ নামের
১ কিশোরকে আটক করা হয়। হোসাইন আহমদ ইসলামপুর ইউনিয়নের লুবিয়া গ্রামের আব্দুল হেকিমের পুত্র।

উদ্ধারকৃত মালামালের মধ্যে ভারতীয় শাড়ি, থি পিস এবং শীতের শাল রয়েছে। উদ্ধারকৃত মালামালের মুল্য আনুমানিক ২৪ লাখ টাকা হবে বলে পুলিশ জানিয়েছে।

নৌ পুলিশ সুত্রে জানা গেছে,প্রতিদিনের মতো নদী পথের নিরাপত্তা নিশ্চিত করতে পিয়াইন নদীতে টহল দিচ্ছিলো নৌ পুলিশের একটি টিম।এসময় গোপন এক সংবাদের ভিত্তিতে নদীতে চলাচলরত একটি ইঞ্জিন চালিত নৌকার গতিরোধ করে পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকার লোকজন পিয়াইন নদীর পশ্চিম তীরে নৌকা ভিড়িয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় ধাওয়া করে একজনকে আটক করে।

পরে নৌকায় তল্লাশি চালিয়ে ৩৫ বস্তায় ভর্তি ভারতীয় শাড়ি, ত্রি-পিস এবং শাল উদ্ধার করে। ছাতক নৌ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আনোয়ার হোসেন জানান, এঘটনায় আটক এক জন ও পলাতকদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *