ঝিনাইদহ প্রতিনিধি মোঃ অমিদ হাসান
চুয়াডাঙ্গার ঠাকুরপুর সীমান্ত থেকে উদ্ধার হওয়া বিপন্ন প্রজাতির চারটি মদনটাক পাখি সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।শনিবার (৩ আগস্ট) দুপুরে বিজিবির সাতক্ষীরার নীলডুমুর ব্যাটালিয়নের তত্ত্বাবধানে পাখিগুলোকে সুন্দরবনের কলাগাছিয়ায় অবমুক্ত করা হয়।বিজিবি’র নীলডুমুর ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল সানবীর হাসান জানান, গত ৩১ জুলাই রাতে চুয়াডাঙ্গার ঠাকুরপুর সীমান্ত এলাকা থেকে চারটি বিরল প্রজাতির মদনটাক পাখি উদ্ধার করা হয়।পাখিগুলোকে সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়েছে।প্রসঙ্গত, মদনটাক বা হাড়গিলা পাখিকে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা বিপন্নপ্রায় প্রজাতির পাখি বলে ঘোষণা দিয়েছে।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.