চাচাতো দুই বোনের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের শাঁখারিয়া গ্রামের মসজিদ পাড়ায় আপন চাচাতো দুই বোনের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি মোঃ অমিদ হাসান
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের শাঁখারিয়া গ্রামের মসজিদ পাড়ায় পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। ২৫ মে শনিবার বেলা ১টার দিকে শাখারিয়া মসজিদ পাড়ার নিজাম উদ্দিন খাঁ এর পুকুরে এ ঘটনা ঘটে।শাখারিয়া গ্রামের আপন দুই ভাই এর মধ্যে বড় ভাই আশরাফুল হোসেনের মেয়ে ছয় বছর বয়সী তাবাসসুম ও ছোট ভাই রাজুর পাঁচ বছর বয়সী রিতু।তারা সম্পর্কে চাচাতো বোন। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে,তাবাসসুম তৃতীয় শ্রেণীতে ও রিতু দ্বিতীয় শ্রেণিতে পরে। তাবাসসুম ও ঋতু তারা দুজনই দুপুর ১২ টার দিকে দাদা আবুল কাশেমের সাথে বাড়ির পাশে আম বাগানে বসেছিল। এরপর তারা খেলতে খেলতে বাড়ির অদূরে নিজাম উদ্দিন খাঁ এর পুকুরের পাড়ে যায়।পরে সেখানে তারা দুজনে পুকুরে মৃত মাছ ভেসে থাকতে দেখে।এরপর তারা ওই মাছ নিয়ে আসতে গেলে পা ফসকে তারা দুজনেই পুকুরে পড়ে যায়। এদিকে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর তার দাদা দুপুর ১টার দিকে পুকুর পাড়ে ঋতু ও তাবাসসুম এর স্যান্ডেল দেখতে পায়। এরপর দাদা ওই পুকুরে নেমে যায় এবং ঋতু ও তাবাসসুম মরাদেহ শনাক্ত করে। এ বিষয়ে স্থানীয়রা বলেন এরপর পুকুর থেকে দুজনকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তখন হাসপাতালের চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।আর এ বিষয়ে জীবননগর থানার,অফিসার ইনচার্জ জাবীদ হাসান বলেন, আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। এছাড়াও বিষয়টি তদন্ত-পূর্বক পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *