মো: ইসমাইল
সেনবাগ উপজেলা প্রতিনিধি -
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ৯ নং নবীপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বাজার, চন্দেরহাট বাজার।
তিনটি থানার সীমান্তভর্তী এরিয়ায় এই বাজারের অবস্থান হওয়ায় মানুষের দৈনন্দিন বাজার-সদাই করার জন্য প্রতিদিন অসংখ্য মানুষের সমাগম লক্ষ্য করা যায় চন্দেরহাট বাজারে।
নবীপুর ইউনিয়নের বড় বাজারের মধ্যে চন্দেরহাট অন্যতম।
প্রায় দেড় শতাধিক দোকানের অবস্থান এই বাজারে।।
সীমান্তভর্তী পার্শ্ববর্তী দুই উপজেলা কোম্পানিগঞ্জ এবং কবিরহাট।
এলাকার অবকাঠামোগত বিভিন্ন উন্নয়ন হলেও সেনবাগের দক্ষিণ অঞ্চলে অবস্থিত চন্দেরহাট বাজারের কোনো উন্নতি হয় নি বিগত কয়েক বছরে।
সাধারণত একটু বৃষ্টি হলেই বাজারে কাঁদা সমস্যা এবং বড় বড় গর্ত তৈরি হয়ে পানি জমে যাওয়ায় চলাচলে অনুপযোগী হয়ে পড়ে।
এতে সাধারণ মানুষ চরম ভোগান্তির স্বীকার হচ্ছে।
অবহেলিত চন্দেরহাট বাজারের সমস্যা নিরসনে
এলাকাবাসী এবং বাজারের ব্যবসায়ীবৃন্দ উক্ত সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট দায়িত্বশীল জনপ্রতিনিধিদেরকে বার বার দৃষ্টি আকর্ষণ করা হলেও এই বিষয়ে সুষ্ঠু পরিকল্পনা নেয়া হচ্ছে না।।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.