শহিদুল ইসলাম
গাজীপুর প্রতিনিধি।
গাজীপুর মহানগরীর বোর্ডবাজার (মুক্তারবাড়ি) এলাকায় ঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাসহ তিনজন দগ্ধ হয়েছেন। বিস্ফোরণে ঘরের দরজা-জানালা ভেঙে গেছে।
গতকাল রোববার (১৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩
গাজীপুর মহানগরীর বোর্ডবাজার (মুক্তারবাড়ি) এলাকায় ঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাসহ তিনজন দগ্ধ হয়েছেন। বিস্ফোরণে ঘরের দরজা-জানালা ভেঙে গেছে।
রোববার (১৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার মিনারুল ইসলাম (৩৫), মিনারুলের বাবা ফরমান মণ্ডল (৭৫) ও মা খাদিজা বেগম (৬৫)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, মহনগরীর বোর্ডবাজার মুক্তারবাড়ি এলাকার জমির উদ্দিন রোডে মিনারুল ইসলাম তার স্ত্রী, সন্তান ও বাবা-মাকে নিয়ে বসবাস করেন। রোববার বিকেলে তাদের বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে যাওয়ায় স্থানীয় বাজার থেকে একটি নতুন সিলিন্ডার কিনে নিয়ে আসেন। সিলিন্ডারটি চুলার সঙ্গে লাগানোর পর গ্যাস জ্বলছিল না। পরে সিলিন্ডারের দোকান থেকে মিস্ত্রি এনে মেরামতের সময় সিলিন্ডারের গ্যাসপাইপ লিকেজ হয়ে যায়। এতে কিছু গ্যাস ঘরে ছড়িয়ে পড়ে। পরে মিস্ত্রি সিলিন্ডারটি মেরামত করে রান্নাঘরে লাগিয়ে দিয়ে চলে যান।
রাত সাড়ে ১০টার দিকে মিনারুলের মা চুলা জ্বালাতে গেলে ঘরে জমে থাকা গ্যাস থেকে আগুন জ্বলে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে রান্নাঘরে থাকা মা খাদিজা, পাশের কক্ষে থাকা মিনারুল ও তার বাবা ফরমান মণ্ডল দগ্ধ হন। এসময় তার স্ত্রী ও সন্তান পাশের অন্য একটি কক্ষে থাকায় তারা রক্ষা পান। বিস্ফোরণে ঘরের দরজা-জানালা ভেঙে চুরমার হয়ে গেছে। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনেট ভর্তি করেন।
গাজীপুরের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুনে তাদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। গ্যাস সিলিন্ডার অক্ষত থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ হয়েছে।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.