ঝিনাইদহ জেলা প্রতিনিধি মোঃ অমিদ হাসান:
ঘরে উপরের পেঁপের গাছ কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃ-ষ্ট হয়ে মাছ ব্যবসায়ীর মৃত্যু ঝিনাইদহ মহেশপুর বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জামাল উদ্দিন (৫৫) বছর বয়সী এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলা ৭নং কাজীরবেড় ইউনিয়নে দক্ষিণপাড়া গ্রামে এই ঘটনা ঘটে, মৃত জামাল উদ্দিন কাজীরবেড় মৃত্যু জাহান আলী ছেলে স্বজনের জানাই, সকালে ঘরের উপর পেঁপে গাছ কাটাই সময় বিদ্যুতের তারের উপর পেঁপে গাছ পড়ে যায়। তখন বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনা স্থলে মারা যায় জামাল উদ্দিন, মৃত্যু খবরটি নিচ্ছি তো করছেন কাজীরবেড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।বিদ্যুৎস্পৃষ্টের সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের লাশ গাছ থেকে নিচে নামানো হয়।গাছ কাটার বিষয়ে আমাদের অবহিত করা হয়নি। এই অবস্থায় মাছ ব্যবসায়ী জামাল উদ্দিন চুক্তিভিত্তিক শ্রমিক দিয়ে গাছ কাটছিলেন। হঠাৎ করেই বিদ্যুৎতের তারের ওপর গাছের ডাল পড়ে সঙ্গে সঙ্গেই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান, পেঁপে পাড়া আগে দেখা দরকার ছিল এখানে বিদ্যুৎ তার আছে কিনা না দেখে গাছে উঠে পেঁপে পারতে গেছে অকালে জীবন হারালো জামাল উদ্দিন।স্থানীয়রা জানান, কৃষক পেঁপে গাছ কাটার জন্য বিদ্যুতায়িত তার সংযোগের পেঁপে গাছ ডাল ভেঙ্গে পড়ে তারার উপর বিদ্যুৎস্পৃষ্টের হয়ে যায়।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.