মোঃ সারোয়ার হোসেন অপু
স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর বদলগাছী উপজেলার আওতাধীন সদর ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশ হোসেন দাফাদার পদে পদোন্নতি পেয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) গ্রাম পুলিশ বাহিনীর গঠন, প্রশিক্ষণ, শৃঙ্খলা ও চাকুরির শর্তাবলী সম্পর্কিত বিধিমালা ২০১৫ (সংশ্লেষিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগের ০৩ জুলাই ২০১৭ তারিখের প্রজ্ঞাপন) এর বিধি ৮ এর উপ-বিধি ১ অনুসারে বদলগছী উপজেলার ০৫(পাঁচ) টি ইউনিয়ন পরিষদের মহল্লাদার হতে দফাদার পদে পদোন্নতি ক্ষেত্রে এ কার্যালয়ের ১২ ডিসেম্বর ২০২৩ তারিখের ১৫১২ নং পত্রে পদোন্নতি কমিটি গঠন করা হয়। গঠিত পদোন্নতি কমিটির মাধ্যমে ১৮ ডিসেম্বর ১০২৩ অরিখে প্রার্থী ১৩ বাচ্চাই সংক্রান্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের তালিকায় মেধাস্থানে ১ম মোঃ উজ্জ্বল হোসেন।
জানা গেছে, মোঃ উজ্জ্বল হোসেন, পিতা-মোঃ জহির মন্ডল মাতা-আমেনা বেগম গ্রাম: সোহাসা ডাকঘরঃ বদলগাছী উপজেলা: বদলগাছী, জেলা: নওগাঁ। তিনি ২০০৫ সাল মহল্লাদার পদে বদলগাছী সদর ইউপিতে কর্মদক্ষতার সহিত চাকরি করতেন। ২০২৩ সালে পদোন্নতি পরীক্ষায় অংশ গ্রহন করে মেধাস্থানে ১ম হয়ে উত্তীর্ণ হয়েছেন।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.